ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

ক্রিকেট

৬৭ রানেই গুটিয়ে গেল ইংল্যান্ড!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৫ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৯
৬৭ রানেই গুটিয়ে গেল ইংল্যান্ড! ৬৭ রানেই গুটিয়ে গেছে ইংল্যান্ড

সদ্যই বিশ্বকাপ জিতেছে ইংল্যান্ড। এরপর আবার নিজেদের ঘরের মাটিতে অ্যাশেজ। কিন্তু ফরম্যাট পাল্টাতেই ইংলিশদের পারফরম্যান্স ক্রমেই পড়তির দিকে। সেটা এতটাই যে, সিরিজের তৃতীয় টেস্টে নিজেদের প্রথম ইনিংসে মাত্র ৬৭ রানেই গুটিয়ে গেছে বিশ্বচ্যাম্পিয়নরা। 

লিডস টেস্টের প্রথম দিনে গতকাল (২২ আগস্ট) অস্ট্রেলিয়াকে ১৭৯ রানেই অলআউট করে দিয়েছিল ইংল্যান্ড। জোফরা আর্চারের আগুনে বোলিং সামলাতে রীতিমত হিমশিম খেয়েছেন অজি ব্যাটসম্যানরা।

ডেভিড ওয়ার্নার (৬১) ও মার্নাস লাবুশানে (৭৪) ছাড়া মাথা তুলে দাঁড়াতে পারেননি কেউই। চলতি সিরিজের দ্বিতীয় ম্যাচে টেস্ট অভিষেক হওয়া আর্চার একাই তুলে নেন ৬ উইকেট।  

কিন্তু দ্বিতীয় দিনে স্বাগতিকদের মুখে রীতিমত চুনকালি মেখে দিয়েছেন অজি বোলাররা। বিশেষ করে জস হ্যাজেলউড। এই পেসার একাই নিয়েছেন ৫ উইকেট, খরচ করেছেন মাত্র ৩০ রান। মাত্র ২৩ রানে ৩ উইকেট গেছে প্যাট কামিন্সের দখলে। বাকি ২ উইকেট নিয়েছেন জেমস প্যাটিনসন, মাত্র ৯ রান খরচে!

ইংলিশ ইনিংসে প্রথম ধাক্কাটা দিয়েছেন হ্যাজেলউড। দুই অভিজ্ঞ টপ অর্ডার ব্যাটসম্যান জেসন রয় ও অধিনায়ক জো রুটকে মাত্র ১০ রানের মধ্যেই বিদায় করেন অজি ডানহাতি পেসার। এরপর ইংলিশ ওপেনার রোরি বার্নসকে তুলে নিয়ে উইকেট দখলে সামিল হন কামিন্স। এরপর অলরাউন্ডার বেন স্টোকসকে তুলে নিয়ে যোগ দেন প্যাটিনসনও।  

ইংলিশ ইনিংসে দুই অঙ্কের দেখা পেয়েছেন শুধু জো ডেনলি (১২)। বাকিরা যে চূড়ান্ত ব্যর্থ হয়েছেন তা তো ৬৭ রানে অলআউট হওয়া দেখেই বোঝা যায়। সবমিলিয়ে ইংলিশদের ইনিংস স্থায়ী হয়েছে মাত্র ২৭.৫ ওভার পর্যন্ত। ৫৪ রানে ৬ উইকেট নিয়ে লাঞ্চে যাওয়া ইংলিশদের শেষ ৪ উইকেট পড়েছে মাত্র ১৩ রানে। বল হাতে না নিলেও ফিল্ডিংয়ে জোরালো ভূমিকা রেখেছেন ওয়ার্নার। একাই নিয়েছেন ৪টি ক্যাচ। মজার ব্যাপার হচ্ছে, একমাত্র জ্যাক লিচ ছাড়া বাকি সব ইংলিশ ব্যাটসম্যানই ক্যাচ আউট হয়েছেন।

ইংলিশদের ব্যাটিং ব্যর্থতায় ১২২ রানের লিড পেয়ে গেছে অস্ট্রেলিয়া। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত অস্ট্রেলিয়া তাদের দ্বিতীয় ইনিংসে ১ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ৩৫ রান। ওয়ার্নারকে শুন্য হাতে ফিরিয়েছেন ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রড। ৯ উইকেট হাতে রেখে অজিদের লিড এখন পর্যন্ত ১৪৭ রানের।

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।