ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

ক্রিকেট

শ্রীশান্তের বাড়িতে আগুন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৯
শ্রীশান্তের বাড়িতে আগুন শ্রীশান্তের বাড়িতে আগুন লেগেছে-ছবি: সংগৃহীত

মাত্রই কিছুদিন আগে ভারতীয় ক্রিকেটার শ্রীশান্তের জীবনে আসে বড় এক সুখবর। সাত বছর পর ফিক্সিংয়ের অপরাধে পাওয়া ক্রিকেট থেকে নিষেধাজ্ঞা উঠে গেছে তার। কিন্তু এক সপ্তাহের মধ্যেই শ্রীশান্তের জীবনে এলো বড় দুঃসংবাদ। সাবেক এই জাতীয় দলের ক্রিকেটারের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় তিনি বাড়িতে না থাকলেও অল্পের জন্য তার স্ত্রী ও সন্তানরা বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন। 

ভারতীয় সংবাদ মাধ্যম থেকে জানা যায়, শুক্রবার (২৩ আগস্ট) রাত ২টার দিকে শ্রীশান্তের কোচির বাড়িতে আগুন লাগে। বাড়ির নিচের তলার হলঘর ও বেডরুম থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা যায়।

আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। তারা এসে বাড়ির সদস্যদের উদ্ধার করেন।

ঘটনার তদন্ত চলছে। তবে কীভাবে আগুন লাগল তা এখনও পরিষ্কার নয়।  

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৯
এমকেএম/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।