ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

ক্রিকেট

ল্যাথামের সেঞ্চুরিতে এগোচ্ছে নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৮ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৯
ল্যাথামের সেঞ্চুরিতে এগোচ্ছে নিউজিল্যান্ড ছবি: সংগৃহীত

প্রথম দুইদিন বৃষ্টি আর তৃতীয় দিন টম ল্যাথামের দাপটেই এগোচ্ছে কলম্বো টেস্ট। তৃতীয় দিন প্রথমে সেঞ্চুরি আসে শ্রীলঙ্কার ধনঞ্জয়া ডি সিলভার ব্যাট থেকে। ব্যাটিংয়ে নেমে ১১১ রানে অপরাজিত থাকেন ল্যাথাম।

তৃতীয় দিন সকালে ৬ উইকেটে ১৪৪ রান নিয়ে শুরু করে শ্রীলঙ্কা। সেখান থেকে বাকি ৪ উইকেট হারিয়ে ২৪৪ রান সংগ্রহ করে স্বাগতিকরা।

দিন শেষে ৪ উইকেটে ১৯৬ রান করে নিউজিল্যান্ড। ৬ উইকেট হাতে রেখে এখনও ৪৮ রানে আছে সফরকারীরা।

১৩৮ বলে সেঞ্চুরি করেন ধনঞ্জয়া। ১৪৮ বলে ১৬ চার ও ২ ছয়ে ১০৯ রান করে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন তিনি।

নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নেন সাউদি, বোল্ট পান তিনটি উইকেট।

ব্যাটিংয়ের শুরুটা ভালো করতে পারেনি নিউজিল্যান্ড। মাত্র চতুর্থ ওভারেই ওপেনার জিত রাভালকে হারায়। রানের খাতা না খুলেই দিলরুয়ানের শিকার হন এই ওপেনার। দলীয় ৩৪ রানে কেন উইলিয়ামসনও (২০) বিদায় নেন। এরপর ল্যাথামের সঙ্গে ৫০ রানের জুটি গড়ে আসা যাওয়ার মিছিল থামান রস টেলর।

দিন শেষে ল্যাথামের ১১১ রানের সঙ্গে ২৫ রানে অপরাজিত থাকেন ওয়াটলিং।

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৯
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।