ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

ক্রিকেট

আফগান ক্রিকেট বোর্ডের ৪৩ কর্মী ছাঁটাই

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৯
আফগান ক্রিকেট বোর্ডের ৪৩ কর্মী ছাঁটাই ছবি:সংগৃহীত

বাজেট ঘাটতির কারণ দেখিয়ে ৪৩ জন কর্মীকে ছাঁটাই করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। সেই সঙ্গে বোর্ডের আরও কিছু কর্মীর চুক্তি পর্যালোচনা করার সিদ্ধান্ত নিয়েছে। রোববার এক বিজ্ঞপ্তি দিয়ে এই বিষয়টি নিশ্চিত করেছে এসিবি।

আফগান ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার মতে, ছাঁটাইকৃত কর্মীরা বোর্ডের জন্য অপ্রয়োজনীয়। বোর্ডটির হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টের প্রধান জিয়া-উল-হক জানিয়েছেন, বাজেটের ঘাটতি থাকায় কাজের মান নিশ্চিত করতে কর্মীদের ছাঁটাই করা হয়েছে।

জিয়া আরও যোগ কর বলেন, ‘কর্মীদের মধ্যে যাদের চুক্তি বাতিল করা হয়েছে তারা প্রতিমাসে এক মিলিয়ন ডলার বেতন পেতেন। বেঁচে যাওয়া অর্থ প্রযুক্তিগত ও গঠনমূলক কাজে ব্যয় করার সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। ’

চুক্তি বাতিল হলেও ৪৩ জন কর্মীর সবাই সেপ্টেম্বর মাসের বেতন পাবেন বলে নিশ্চিত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।

দক্ষ কর্মীদের দ্বারা বোর্ড আরও সক্রিয় হবে বলে মনে করে এসিবি।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৯
এমকেএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।