ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

ক্রিকেট

পেস সহায়ক উইকেট প্রয়োজন: শফিউল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩২ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৯
পেস সহায়ক উইকেট প্রয়োজন: শফিউল সাংবাদিকদের সাথে কথা বলেন পেসার শফিউল ইসলাম-ছবি: শোয়েব মিথুন

আফগানিস্তানের বিপক্ষে টেস্টকে সামনে রেখে মিরপুরে চলছে বাংলাদেশ দলের প্রস্তুতি। অনুশীলনের তৃতীয় দিনেও ঘাম ঝরিয়েছেন ক্রিকেটাররা। ফিল্ডিংয়ের পাশাপাশি ক্রিকেটাররা ব্যাটিং-বোলিং অনুশীলনও করেছেন।

ধারণা করা হচ্ছে যে আফগানিস্তানের বিপক্ষে টেস্টের উইকেট পেসারদের কথা চিন্তা করেও তৈরি করা হতে পারে। তাই ফাস্ট বোলাররা বাড়তি সুবিধা পাবেন।

রোববার (২৬ আগস্ট) অনুশীলন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন পেসার শফিউল ইসলাম। সুযোগ পেলে নিজের সেরাটা দেওয়ার কথা জানান তিনি। শফিউল বলেন, ‘ভালো জায়গায় বল করলে যেকোনো জায়গায় সফল হওয়ায় সম্ভব। বিশ্বের সব বোলাররাই এভাবে সফল হয়েছে। জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের কোচ এগুলো নিয়ে কাজ করছেন। উইকেট যে রকমই হোক আমি যদি সুযোগ পাই, আমি চাইবো যে উইকেটের সাহায্য থাকুক। এটা হলে নিজের কাছেই ভালো লাগবে। উইকেটের আচরণ এবং কন্ডিশন অনুযায়ী বল করার চেষ্টা করবো। ’

নতুন পেস বোলিং কোচের অধীনে পেসাররা কেমন শিখতে পারছে সেই প্রশ্নে শফিউল বলেন, ‘এখনও ওইভাবে কাজ করা হয়নি, তিন-চারদিন হয়েছে। সে মেইন ফোকাস করছে কন্টিনিউ এক জায়গায় বল করতে। যেন এলোমেলো বল না হয়। ব্যাটসম্যান যেন কষ্ট করে রান করে। ’

বাংলাদেশ দলের পেসাররা দীর্ঘ সময়ের জন্য দলে স্থায়ী হতে পারেনা। মাশরাফি ছাড়া কেউই ক্যারিয়ার লম্বা করতে পারেননি। কেন এই সমস্যা তার কোনো উত্তর তিনি তিনি দেননি। তবে তিনি আশাবাদী। বলেন, ‘মাশরাফি ভাই অনেক অভিজ্ঞ। তার মতো পেসার বের হচ্ছে। মাশরাফি ভাইয়ের মতোই সফল হবে। সবাই চেষ্টা করছে, সবাই তো একই রকম হয় না। ইনশাল্লাহ এরকম আরও পেস বোলার বের হবে আশাকরি। ’

বিদেশের মাটিতে ভালো করতে হলে উইকেট গুলো পেস বান্ধব হওয়া প্রয়োজন বলে তিনি মনে করেন। শফিউল বলেন, ‘যেরকম কন্ডিশনে যাবো ওরকম উইকেট হলে অভ্যস্ত হওয়া যায়। ঘরের বাইরে যেমন উইকেট থাকে ওরকম উইকেট হলে সবার জন্যই ভালো। ব্যাটসম্যান, বোলার সবার জন্যই। ’

তবে নয় বছরে আন্তর্জাতিক ক্যারিয়ারে নিজে খুশি নন শফিউল। সুযোগ পেলে নিজের লক্ষ্য অর্জনের কথা বলেন তিনি। শফিউল বলেন, ‘নয় বছর আমি আন্তর্জাতিক ক্রিকেট খেলছি। নিজের দিক থেকে আমি খুশি না। যখন জাতীয় দলে জায়গা করে নিয়েছি প্রথমবার, তারপর তিন বছর নিয়মিত খেলতাম। মাঝখানে হয়তো খেলতে পারিনি। ইনজুরি বা অন্যান্য কারণে। এখনও ক্যারিয়ার শেষ হয়নি। যদি সুযোগ পাই, যেটুকু সুযোগ পাই একটা লক্ষ্য দাঁড় করাতে পারব। ’

পেস বোলিং কোচ চার্ল ল্যাঙ্গেভেল্ট বোলারদের সুইংয়ের ওপর জোর দিচ্ছেন। শফিউল সুইংয়ের ক্ষেত্রে ভালো হলেও লাইন-লেন্থ ঠিক রাখার ব্যাপারে বেশি মনযোগী। শফিউল বলেন, ‘আমি অ্যাকুরেসি বা এসব নিয়ে কাজ করার চেষ্টা করছি। যদি এলোমেলো বল হয় তাহলে তো সুইং হয়ে লাভ নেই। তো অ্যাকুরেসিটা ঠিক করার চেষ্টা করব যেন এক জায়গায় বার বার বল করতে পারি। সুইংয়ের সাথে সাথে যেন এটাও যেন করতে পারি সেই চেষ্টা করছি। তাহলে আমার জন্য ভালো। ’

বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৯
আরএআর/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।