ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

ক্রিকেট

অবিশ্বাস্য কীর্তির পর ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে স্টোকস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৯
অবিশ্বাস্য কীর্তির পর ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে স্টোকস বেন স্টোকস-ছবি:সংগৃহীত

হেডেংলি টেস্টে অসাধারণ খেলার সুবাদে পুরস্কারটা হাতেনাতে পেলেন বেন স্টোকস। ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে ব্যাটিং ও অলরাউন্ডার তালিকায় দাপুটে উন্নতি করেছেন এই ইংলিশ তারকা। ব্যাটিংয়ে সেরা ১৫’র ভেতর নিজেকে নিয়ে এসেছেন তিনি। এছাড়া অলরাউন্ডার র‌্যাংকিংয়ে সেরা দুইয়ে নাম লিখিয়েছেন।

অ্যাশেজের তৃতীয় টেস্টে ইংল্যান্ডকে একেবারে হারের হাত থেকে বাঁচানোর মূল নায়ক ছিলেন স্টোকস। চতুর্থ ইনিংসে তিনি লিচের সঙ্গে শেষ উইকেট জুটিতে দারুণ খেলে দলকে জয় উপহার দেন।

খেলেন ১৩৫ রানের অবিশ্বাস্য এক ইনিংস। এছাড়া ম্যাচে অস্ট্রেলিয়ার চারটি উইকেট তুলে নেন তিনি।

এরই ফলে ব্যাটিংয়ে ১৩ ধাপ উন্নতি করে সেরা ১৩ নাম্বার ব্যাটসম্যান হয়েছেন ডানহাতি স্টোকস। যেখানে ক্যারিয়ার সেরা ৬৯৩ রেটিং পয়েন্ট অর্জন করেছেন। এছাড়া অলরাউন্ডারের তালিকায় দুই ধাপ এগিয়ে সেরা দুইয়ে চলে এসেছেন। পেছনে ফেলেছেন সাকিব আল হাসান ও রবীন্দ্র জাদেজা। তার ওপরে এখন শুধুই ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার। এখানেও তিনি ক্যারিয়ার সেরা ৪১১ রেটিং পয়েন্ট অর্জন করেছেন।

এদিকে আন্তর্জাতিক ক্রিকেটের একের পর এক চমক দেখানো জোফরা আর্চারও বোলিং র‌্যাংকিংয়ে নিজের উন্নতি করেছেন। প্রথম ইনিংসে ৬ উইকেট পেয়ে ৪০ ধাপ এগিয়ে ৪৩তম স্থানে চলে এসেছেন।

২৭ আগস্ট আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ের সর্বশেষ আপডেটে আরও কিছু পরিবর্তন হয়েছে। যেখানে অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ৭ রানে ৫ উইকেট পাওয়া ভারতের জসপ্রিত বুমরাহ ক্যারিয়ার সেরা ৭৭৪ পয়েন্ট অর্জন করেছেন। ৯ ধাপ এগিয়ে বোলারের তালিকায় ৭-এ এসেছেন। এছাড়া হেডেংলিতেই ৯ উইকেট পাওয়া অস্ট্রেলিয়ার জস হ্যাজেলউড তিন ধাপ এগিয়ে ১২তম স্থানে উঠে এসেছেন। আর ভারতের ইশান্ত শর্মা ক্যারিয়ার সেরা ৬৭১ পয়েন্ট নিয়ে ২১-এ জায়গা করে নিয়েছেন।

কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে ক্যারিয়ারের ২৫০ উইকেট উদযাপন করা নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট তালিকায় পঞ্চম বোলার হয়েছেন। আর অজি পেসার প্যাট কামিন্স দারুণ বল করে নিজের শীর্ষস্থান মজবুত করেছেন। দুই থেকে চারে আছেন যথাক্রমে কাগিসো রাবাদা, জেমস অ্যান্ডারসন ও ভারনন ফিল্যান্ডার।

ব্যাটিংয়ে সেরা পাঁচে কোনো নড়চড় হয়নি। বিরাট কোহলি, স্টেভেন স্মিথ, কেন উইলিয়ামসন, চেতশ্বর পুজারা ও হেনরি নিকোলস রয়েছেন সেরা পাঁচে।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।