ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তানের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে মিসবাহ 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৮ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৯
পাকিস্তানের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে মিসবাহ  মিসবাহ-উল-হক: ছবি-সংগৃহীত

মিকি আর্থারের স্থলাভিষিক্ত হওয়ার দৌড়ে অন্য সবার চেয়ে এগিয়ে আছেন মিসবাহ-উল-হক। পাকিস্তানের প্রধান কোচের পদে ইতোমধ্যে আবেদনও করেছেন দেশটির সাবেক অধিনায়ক। 

সোমবার (২৬ আগস্ট) ছিল আবেদনের শেষ তারিখ। নির্দিষ্ট সময়সীমা শেষ হওয়ার আগে মিসবাহর আবেদন জমা পড়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি)।

তার আগে কোচের পদে আবেদন করার জন্য একই দিনে পিসিবি’র নির্বাহী কমিটি থেকে পদত্যাগ করেন তিনি।  

পদত্যাগের সময় ৪৫ বছর বয়সী সাবেক ব্যাটসম্যান জানান, পাকিস্তানের প্রধান কোচ হওয়া তার ‘স্বপ্ন’। মিসবাহ বলেন, ‘ক্রিকেট কমিটি থেকে আমি পদত্যাগ করেছি এবং পাকিস্তানের প্রধান কোচের পদে আবেদন করেছি। ’ 

পাকিস্তানের সংবাদ মাধ্যম জানিয়েছে, মিসবাহ ছাড়াও পাকিস্তানের প্রধান কোচ হওয়ার দৌড়ে সামনের সারিতে আছেন সাবেক অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ডিন জোন্স এবং সাবেক ওয়েস্ট ইন্ডিজ পেসার কোর্টনি ওয়ালশ।  

তবে দেশটির ক্রিকেট সমর্থক এবং অনেক সাবেক ক্রিকেটার মিসবাহকেই সমর্থন দিচ্ছেন। কারণ মিসবাহ অধিনায়ক থাকাকালীন টেস্টে সবচেয়ে বেশি সাফল্য পেয়েছে পাকিস্তান। তার নেতৃর্ত্বে ৫৬ টেস্টের মধ্যে পাকিস্তান জিতেছে ২৬ ম্যাচ। ১৯ পরাজয়ের পাশাপাশি ড্র করেছে ১১ টেস্ট। ২০১৭ সালে ক্রিকেটকে বিদায় জানান মিসবাহ।  

২৭ সেপ্টেম্বর করাচিতে শ্রীলঙ্কার বিপক্ষে শুরু হতে যাওয়া সীমিত ওভারের সিরিজের আগে প্রধান কোচের নাম ঘোষণা দিতে পারে পিসিবি।  

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৯
ইউবি  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।