ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

ক্রিকেট

বৃষ্টিবিঘ্নিত দিনে এগিয়ে থাকল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৩ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৯
বৃষ্টিবিঘ্নিত দিনে এগিয়ে থাকল বাংলাদেশ বাংলাদেশ ইমার্জিং দল: ছবি-সংগৃহীত

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে সারাদিনে খেলা হলো মাত্র ৪৯ ওভার। তাতে অবশ্য লাভই হয়েছে শ্রীলঙ্কা ইমার্জিং দলের। দ্বিতীয় দিনে নিজেদের প্রথম ইনিংসে নাঈম হাসানের ঘূর্ণিতে ১০১ রানে ৪ উইকেট হারানো লঙ্কানরা ৬ উইকেটে ১৯০ রান নিয়ে তৃতীয় দিন শেষ করেছে। 

বৃষ্টির কারণে বাংলাদেশ ইমার্জিং দল সারাদিনে প্রতিপক্ষের নিতে পেরেছে কেবল ২ উইকেট। অবশ্য নাজমুল হোসেন শান্ত’র দল এখনো সফরকারীদের চেয়ে এগিয়ে আছে ১৭০ রানে।

 শুক্রবার (৩০ আগস্ট) চতুর্থ ও শেষদিন শুরু করবেন ৫৭ রানে অপরাজিত থাকা লঙ্কান ব্যাটসম্যান আশেন বান্দার ও চামিকা করুনারত্নে (৮)।  

আগের দিন ৪ উইকেট নিয়ে লঙ্কানদের বিব্রতকর অবস্থায় ফেললেও তৃতীয় দিন কোনো উইকেট পাননি নাঈম। দেয়াল হয়ে ওঠা প্র্রমোদ মদুওয়ান্তাকে (৪০) এলবিডব্লিউর ফাঁদে ফেলে দিনের প্রথম উইকেট উদযাপন করেন তানভীর হোসেন। এরপর শফিকুল ইসলামের বলে দলীয় ১৭০ রানে রমেশ মেন্ডিসকে (১৮) হারায় সফরকারীরা।  

এর আগে অধিনায়ক শান্ত’র সেঞ্চুরিতে চারদিনের টেস্টের প্রথম ইনিংসে ৩৬০ রান করে বাংলাদেশ।  

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৯
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।