ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

ক্রিকেট

ঢাকায় এসেছে আফগানিস্তান দল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৯
ঢাকায় এসেছে আফগানিস্তান দল আফগানিস্তান ক্রিকেট দল। ছবি-সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে একটি টেস্ট ও ত্রিদেশীয় সিরিজ খেলতে ঢাকায় এসেছে আফগানিস্তান দল। শুক্রবার (৩০ আগস্ট) সকাল পৌনে ১১টার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌছায় তারা।

বিমান বন্দরে যাত্রা বিরতির পর নোভো এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করার কথা রয়েছে রশিদ খানের নেতৃত্বে সফর করতে আসা আফগান দলের।  

চট্টগ্রামে পৌঁছে বিশ্রামের পর হালকা অনুশীলন করবে তারা।

এরপর বিসিবি একাদশের বিপক্ষে ১-২ সেপ্টেম্বর একটি দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে আফগানিস্তান।   এরপর ৫-৯ সেপ্টেম্বর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে একমাত্র টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান।  

ত্রিদেশীয় টি-টোয়েন্টি  সিরিজ খেলতে ৮ সেপ্টেম্বর ঢাকায় আসার কথা আছে জিম্বাবুয়ে দলের। ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে ত্রিদেশীয় সিরিজটি।  

বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৯
আরএআর/এমকেএম
       

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।