ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

ক্রিকেট

আফগানদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের দলে জুবায়ের-নাঈম

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৯
আফগানদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের দলে জুবায়ের-নাঈম ছবি: সংগৃহীত

নুরুল হাসানের নেতৃত্বে আফগানদের বিপক্ষে প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে বিসিবি একাদশ। দলে ডাক পেয়েছেন জুবায়ের হোসেন, নাঈম ইসলামের মতো জাতীয় দলের বাইরে থাকা খেলোয়াড়রা। 

রোববার (৩১ আগস্ট) থেকে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে শুরু হচ্ছে আফগানদের বিপক্ষে দুদিনের প্রস্তুতিমূলক ম্যাচ। এজন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দলটির নেতৃত্ব থাকছে নুরুল হাসানের কাঁধে।

বিসিবি’র ঘোষিত দলে জায়গা পেয়েছেন জুবায়ের, নাঈম, ফজলে রাব্বিদের মতো ক্রিকেটাররা। এছাড়া আছেন সুমন খান, আসাদউল্লাহ গালিব, মেহেদী হাসান রানাদের মতো উঠতি ক্রিকেটাররাও।

আগামী ৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে আফগানদের বিপক্ষে বাংলাদেশের একমাত্র টেস্ট ম্যাচটি।

বিসিবি একাদশ: নুরুল হাসান (অধিনায়ক), এনামুল হক, ফজলে মাহমুদ, মানিক খান, সুমন খান, সালাউদ্দীন শাকিল, জুবায়ের হোসেন, মেহেদী হাসান রানা, আসাদউল্লাহ গালিব, ইরফান শুক্কুর, ফারদিন অনি, সাব্বির হোসেন, আল আমিন জুনিয়র, নাঈম ইসলাম।

বিসিবি একাদশ: ২০০৫ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।