ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

ক্রিকেট

আফগানদের দারুণ শুরুর পর আল-আমিন ঝলক

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৯
আফগানদের দারুণ শুরুর পর আল-আমিন ঝলক আফগানিস্তান বনাম বিসিবি একাদশের মধ্যে দুদিনের প্র্যাকটিস ম্যাচে প্রথম দিনে খেলার একটি মুহুর্ত। ছবি: বাংলানিউজ

দুই ওপেনারের ব্যাটে দারুণ শুরু পেয়েছিল আফগানিস্তান। তবে দুজনেই মাঠ ছাড়ার পর বল হাতে ঝলক দেখাতে শুরু করেন অলরাউন্ডার আল-আমিন। তার ঘূর্ণি জাদুতে পরাস্ত হয়েছেন সফরকারী দলের ৪ ব্যাটসম্যান।

রোববার (১ সেপ্টেম্বর) চট্টগামের এমএ আজিজ স্টেডিয়ামে দুদিনের প্রস্তুতিমূলক ম্যাচে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একাদশের বিপক্ষে টসে জিতে ব্যাটিং বেছে নেয় আফগানরা।

ব্যাটিংয়ে নেমে দুই আফগান ওপেনার ইহসানুল্লাহ ও ইব্রাহীম জাদরান মিলে দুর্দান্ত জুটি গড়েন।

তবে ৬২ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে ফিরে যান ইহসানুল্লাহ। আর ৫২ রান করে একইভাবে মাঠে ছাড়েন ইব্রাহীম।

ওপেনিং জুটির সমাপ্তির পর থেকেই আফগান ব্যাটসম্যানদের চেপে ধরেন বিসিবি একাদশের বোলাররা। প্রথমে জাভেদ আহমাদিকে দ্রুত বিদায় করেন বিসিবি একাদশের সুমন খান। এরপর রহমত শাহকে তুলে নিয়ে উইকেট দখলের মিছিলে যোগ দেন আল-আমিন।

আফগানিস্তানের মিডল অর্ডার ও লোয়ার মিডল অর্ডারে একের পর এক আঘাত হানেন সুমন ও আল-আমিন। তবে ৩৩ রানের ইনিংস খেলে কিছুটা সামলে নিয়েছিলেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী। এছাড়া ২৬ রান এসেছে হাশমতুল্লাহ’র ব্যাট থেকে। ২০ রানে অপরাজিত আছেন অধিনায়ক রশিদ খান।

দিন শেষে আফগানদের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ২৪২ রান।

বল হাতে ৪ উইকেট তুলে নিতে ৫১ রান খরচ করেছেন আল-আমিন। আর ২১ রান খরচে ২ উইকেট ঝুলিতে পুরেছেন সুমন।

বিসিবি একাদশ: নুরুল হাসান (অধিনায়ক), এনামুল হক, ফজলে মাহমুদ, মানিক খান, সুমন খান, সালাউদ্দীন শাকিল, জুবায়ের হোসেন, মেহেদী হাসান রানা, আসাদউল্লাহ গালিব, ইরফান শুক্কুর, ফারদিন অনি, সাব্বির হোসেন, আল আমিন জুনিয়র, নাঈম ইসলাম।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।