ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

ক্রিকেট

সাকিবদের নতুন টেস্ট জার্সিতে যুক্ত হলো নাম ও নম্বর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৯
সাকিবদের নতুন টেস্ট জার্সিতে যুক্ত হলো নাম ও নম্বর সাকিব ও মেহেদীর গায়ে নতুন টেস্ট জার্সি/ছবি: সংগৃহীত

ওয়ানডে ও টি-টোয়েন্টির মতো টাইগারদের নতুন টেস্ট জার্সিতেও থাকছে নাম ও নম্বর। নতুন এই জার্সি পরেই আফগানদের বিপক্ষে ৫ সেপ্টেম্বর চট্টগ্রামে একমাত্র টেস্ট ম্যাচ খেলতে নামবেন সাকিব আল হাসানরা।

১৪২ বছরের পুরনো নিয়ম ভেঙে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যকার চলতি অ্যাশেজ সিরিজে প্রথমবারের মতো নাম ও নম্বর সম্বলিত জার্সি পরতে দেখা গেছে। এরপর শ্রীলংকা-নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ-ভারত সিরিজেও একই দৃশ্য দেখা গেছে।

এবার সেই তালিকায় নাম লেখাতে চলেছে বাংলাদেশ ও সফরকারী আফগানিস্তান।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে উন্মোচিত হলো টাইগারদের নতুন টেস্ট জার্সি। এই জার্সি পরে এক চোট মহড়াও দিলেন সাকিব-সৌম্যরা। তাদের ওয়ানডে ও টি-টোয়েন্টির জার্সির নম্বরই থাকছে নতুন জার্সিতে। নতুনদের জন্য থাকছে তাদের পছন্দমতো নতুন নম্বর।

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।