ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

ক্রিকেট

নারী টি-২০ বিশ্বকাপ বাছাইপর্বের সেমিতে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৯
নারী টি-২০ বিশ্বকাপ বাছাইপর্বের সেমিতে বাংলাদেশ

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক স্কটল্যান্ডকে বৃষ্টি-আইনে ১৩ রানে হারিয়েছে টাইগ্রেসরা। ফলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনাল নিশ্চিত করেছে সালমা খাতুনের দল। আর বাছাইপর্বের গ্রুপপর্ব থেকেই বিদায় নিয়েছে স্কটল্যান্ড।

ফোর্টহিলে টস হেরে আগে ব্যাট করতে নেমে বৃষ্টির কারণে ১৭ ওভারে ৪ ‍উইকেটে ১০৪ রান করে বাংলাদেশ। ৮ ওভারে ৬৩ রানের নতুন টার্গেটে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ৪৯ রানে থেমে যায় স্বাগতিকদের ইনিংস।



বৃষ্টির কারণে ৬৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরু থেকেই বাংলাদেশি নারীদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে সুবিধা করতে পারেনি স্কটল্যান্ড। ওপেনার ক্যাথরিন ব্রাইস ছাড়া কোনো ব্যাটসম্যানই দুই অঙ্কের রান ছুঁতে পারেনি। নির্ধারিত ৮ ওভারে ৬ উইকেটে ৪৯ রানের বেশি করতে পারেনি স্বাগতিক দল। ব্রাইস ২১ রান করেন।

বাংলাদেশের নাহিদা আক্তার, রিতু মনি ও খাদিজাতুল কোবরা একটি করে উইকেট নেন।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে মুরশিদা খাতুন, নিগার সুলতানা ও ফারজানা হকের দায়িত্বশীল ব্যাটিংয়ে স্কটিশ বোলারদের ভালোভাবেই মোকাবিলা করে বাংলাদেশ। ১৭ ওভারে ৪ উইকেটে ১০৪ রান তোলার পরই বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। নিগার সর্বোচ্চ অপরাজিত ৩৫ রান করেন। এছাড়া মুরশিদা ২৬ ও ফারজানা ২৩ রান করেন। স্কটল্যান্ডের ক্যাথরিন ব্রাইস ও আবতাহা মাকসুদ দু’টি করে উইকেট নেন।

আগামী ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে দু’টি সেমিফাইনাল। ফাইনাল হবে ৭ সেপ্টেম্বর। ফাইনালে ওঠা দু’টি দলই আগামী নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্তপর্বে খেলবে।

বাংলাদেশ সময়: ০০৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৯
আরএআর/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।