ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

ক্রিকেট

দ্বিতীয় দিন ইমার্জিং দল খেললো মাত্র ২৩ ওভার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৯
দ্বিতীয় দিন ইমার্জিং দল খেললো মাত্র ২৩ ওভার ছবি:সংগৃহীত

বৃষ্টির কারণে প্রথম দিন টস পর্যন্ত গড়ায়নি। বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ইমার্জিং দলের চার দিনের আনঅফিসিয়াল দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনও বৃষ্টি হানা দেয়। যেখানে মাত্র ২৩ ওভার খেলা হয়েছে। প্রথমে ব্যাট করা সাইফ-আফিফরা ৩ উইকেট হারিয়ে ৫৭ রান তুলেছেন।

বুধবার (০৪ সেপ্টেম্বর) কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে লঙ্কান বোলারদের দাপটে দলীয় ২১ রানে ৩ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা।

দুই ওপেনার সাইফ হাসান (৪) ও আমিনুল ইসলামের (৯) ব্যর্থতার পর শূন্য রানে ফেরেন ইয়াসির আলীও। তবে চতুর্থ উইকেট জুটিতে হাল ধরেন অধিনায়ক শান্ত ও আফিফ হোসেন। কিন্তু বৃষ্টির কারণে খেলা ২৩ ওভারের বেশি গড়াতে পারেনি। শান্ত ২৬ ও আফিফ ১৬ রানে অপরাজিত আছেন।

শ্রীলঙ্কান বোলারদের মধ্যে জেহান ড্যানিয়েল দুটি ও মোহাম্মদ শিরাজ একটি উইকেট দখল করেছেন।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।