ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

ক্রিকেট

বৃষ্টিবিঘ্নিত দিনে সেঞ্চুরির দেখা পেলেন আফিফ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৯
বৃষ্টিবিঘ্নিত দিনে সেঞ্চুরির দেখা পেলেন আফিফ ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কা ইমার্জিং দলের বিপক্ষে দ্বিতীয় চার দিনের ম্যাচে সেঞ্চুরির দেখা পেয়েছেন বাংলাদেশের আফিফ হোসাইন। বৃষ্টি বিঘ্নিত টেস্টর তৃতীয় দিন শেষে আফিফের সেঞ্চুরিতে ভর করে প্রথম ইনিংসে বাংলাদেশ ইমার্জিং দলের সংগ্রহ ৩ উইকেটে ২০৮ রান।

বৃষ্টির কারণে কক্সবাজারে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দিনের খেলা মাঠে গড়ায়নি। দ্বিতীয় দিনে খেলা হয় মাত্র ২৩ ওভার।

৩ উইকেটে ৫৭ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। তবে বৃষ্টির কারণে এদিনও পুরো খেলা অনুষ্ঠিত হয়নি।
 
তবে তৃতীয় দিনটাকে নিজের করে নিয়েছেন আফিফ। চতুর্থ উইকেট জুটিতে অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে সাথে নিয়ে শক্ত প্রতিরোধ গড়েন তিনি। ১৬ রানে অপরাজিত থাকা আফিফ তুলে নিয়েছেন সেঞ্চুরি। অন্যদিকে সেঞ্চুরির পথেই রয়েছেন শান্ত। আফিফ ১০০ ও শান্ত ৮৮ রানে অপরাজিত রয়েছেন।
 
শ্রীলঙ্কার জেহান ড্যানিয়েল ২টি ও মোহামেদ সিরাজ ১টি করে উইকেট নেন।
 
বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৯
আরএআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।