ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশ সফরে নেই সিকান্দার রাজা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১১ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৯
বাংলাদেশ সফরে নেই সিকান্দার রাজা সিকান্দার রাজা: ছবি-সংগৃহীত

শৃঙ্খলাজনিত কারণে ত্রিদেশীয় সিরিজের জন্য ঘোষিত জিম্বাবুয়ে দলে জায়গা পাননি সিকান্দার রাজা। অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজার উত্থাপিত একটি শৃঙ্খলা বিষয়ক ইস্যুর কারণে ৩৩ বছর বয়সী এই ব্যাটসম্যানের জায়গা হয়নি বলে জানিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট। 

রাজাকে স্কোয়াডের বাইরে রাখা প্রসঙ্গে জিম্বাবুয়ে ক্রিকেট নির্বাচকমণ্ডলির আহ্বায়ক চাবাগুতা বলেন, ‘আমাদের অধিনায়ককে সমর্থন করা গুরুত্বপূর্ণ। সে মাসাকাদজা হোক বা অন্য কেউ।

এমন একটি পরিবেশ সৃষ্টি করা দরকার যেখানে সে অন্যান্য খেলোয়াড়দের সমর্থন পাওয়ার ব্যাপারে আস্থাশীল থাকবে। প্রত্যেকে একটি নির্দেশনাকে মানবে এবং একজন আরেকজনের প্রতি বিশ্বস্ত থাকতে সক্ষম হবে। এই কারণে আমরা রাজকে বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েছি। ’ 

অভিজ্ঞদের পাশাপাশি জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে নতুন মুখ টনি মুনিয়োঙ্গা। এই সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন মাসাকাদজা।  

বাংলাদেশ-জিম্বাবুয়ে ও আফগানিস্তানের ত্রিদেশীয় সিরিজটি শুরু হবে ১৩ সেপ্টেম্বর। উদ্বোধনী ম্যাচে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। ২৪ সেপ্টেম্বর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে সিরিজটির।

জিম্বাবুয়ে স্কোয়াড: হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), রেজিস চাকাবা, রিচমন্ড মুতুমবামি, শন উইলিয়ামস, নেভিল মাদজিভা, টিনোটেন্ডা, মুতোমবোদজি, টনি মুনিয়োঙ্গা, কাইল জারভিস, টেন্ডাই চাতারা, ক্রিস্টোফার এমপোফু, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেইলর, এইনসলে এনদলোভু, টিমাইসেন মারুমা, রায়ান বার্ল।  

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৯ 
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।