ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

ক্রিকেট

বিশ্বকাপের ডেথ গ্রুপে বাংলাদেশ নারী দল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৯
বিশ্বকাপের ডেথ গ্রুপে বাংলাদেশ নারী দল বাংলাদেশ নারী ক্রিকেট দল: ছবি-সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের সেমিফাইনালে আয়ারল্যান্ডকে হারিয়ে মূল পর্বের টিকিটি কাটে বাংলাদেশের নারী ক্রিকেট দল। ফাইনালে থাইল্যান্ডের নারীদের ৭০ রানে হারিয়ে চ্যাম্পিয়নও হয় সালমা খাতুনরা। তবে এবার মূল আসরে কঠিন পরীক্ষায় নামতে হবে টাইগ্রেসদের।

আগামী বছর অস্ট্রেলিয়ায় হতে যাওয়া নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়সূচি প্রকাশ করেছে আইসিসি। যেখানে টাইগ্রেসরা পড়েছে ডেথ গ্রুপে।

‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী স্বাগতিক অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা।

২৪ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ। ২৭ ফেব্রুয়ারি সালমাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। পরের দিন টাইগ্রেসরা খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। ০২ মার্চ, গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

২১ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া-ভারত ম্যাচ দিয়ে পর্দা উঠবে ২০২০ বিশ্বকাপের। ০৮ মার্চ হবে ফাইনাল।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৯
ইউবি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।