ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

ক্রিকেট

ত্রিদেশীয় টি-২০ সিরিজের জন্য টাইগারদের দল ঘোষণা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৯
ত্রিদেশীয় টি-২০ সিরিজের জন্য টাইগারদের দল ঘোষণা বাংলাদেশ ক্রিকেট দল: ছবি-সংগৃহীত

আসন্ন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার (০৯ সেপ্টেম্বর) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দল ঘোষণা করে বিসিবি।

ইনজুরির কারণে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে বিশ্রামের পর ত্রিদেশীয় সিরিজে দলে ফিরেছেন পেসার মোস্তাফিজুর রহমান ও মোহাম্মদ সাইফউদ্দীন।  

‘অটোমেটিক চয়েজ’ হিসেবে দলে রয়েছেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ।

দলে নতুন মুখ পেসার ইয়াসিন আরাফাত মিশু এবং স্পিনার শেখ মেহেদী হাসান। সর্বশেষ বিপিএলে কুমিল্লা হয়ে খেলেছেন মেহেদী।
 
ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলতে রোববার (০৮ সেপ্টেম্বর)  ঢাকায় পৌঁছায় জিম্বাবুয়ে দল। ১৩ সেপ্টেম্বর শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। ২৪ সেপ্টেম্বর হবে ফাইনাল।
 
১৩ সদস্যের বাংলাদেশ দল: সাকিব আল হাসান, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসাইন, সাব্বির রহমান, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দীন, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও ইয়াসিন আরাফাত মিশু।  
 
বাংলাদেশ সময়: ২০৫৫ ঘন্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৯
আরএআর/ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।