ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

ক্রিকেট

যুব এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ-ভারত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৯
যুব এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ-ভারত বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল/ছবি: সংগৃহীত

বৃষ্টি বাগড়ায় পণ্ড হলো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের দুই সেমিফাইনাল। ফলে গ্রুপ পর্বের দুই চ্যাম্পিয়ন বাংলাদেশ ও ভারত ফাইনালে জায়গা করে নিল। এই প্রতিযোগিতায় এবারই প্রথম ফাইনালে উঠল বাংলাদেশ। আর ভারত এই শিরোপা জিতেছে রেকর্ড ছয়বার।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার মোরাতুয়ায় আফগানিস্তানের মুখোমুখি হওয়ার কথা ছিল বাংলাদেশের। কিন্তু বৃষ্টিতে ভেসে গেছে ম্যাচটি।

অন্যদিকে পি সারা ওভালে ভারত ও স্বাগতিক শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচটিও একই কারণে ভেস্তে গেছে।

গ্রুপ পর্বের তিন ম্যাচেই জয় পেয়েছিল বাংলাদেশ ও ভারত। অন্যদিকে ২টি করে ম্যাচ জিতে সেমি নিশ্চিত করেছিল শ্রীলঙ্কা ও আফগানিস্তান। সেই ফলাফলের ভিত্তিতেই ফাইনালে পা রাখলো যুবা টাইগাররা। আর সঙ্গী হলো ভারত।

শনিবার (১৪ সেপ্টেম্বর) কলম্বোয় মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।