ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

ক্রিকেট

উন্মোচিত হলো ত্রিদেশীয় সিরিজের ট্রফি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৯
উন্মোচিত হলো ত্রিদেশীয় সিরিজের ট্রফি ত্রিদেশীয় সিরিজের ট্রফি হাতে তিন অধিনায়ক/ছবি: শোয়েব মিথুন

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ এবং জিম্বাবুয়ে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) উন্মোচন করা হয়েছে এই ত্রিদেশীয় সিরিজের ট্রফি।

মিরপুরের শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে ট্রফি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান, আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান ও জিম্বাবুয়ের অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা।

ছবি: শোয়েব মিথুনপরে ট্রফিসহ ফটোসেশনে অংশ নেন তিন অধিনায়ক।

ছবি: শোয়েব মিথুন
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের পর ত্রিদেশীয় টে-টোয়েন্টি সিরিজেও টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবা ‘ওভাই’।

ছবি: শোয়েব মিথুন

ছবি: শোয়েব মিথুন
বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৯
আরাএআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।