ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

ক্রিকেট

আবারও ইংলিশ ক্রিকেটে ফিরছেন অ্যান্ড্রু স্ট্রস 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৯
আবারও ইংলিশ ক্রিকেটে ফিরছেন অ্যান্ড্রু স্ট্রস  অ্যান্ড্র স্ট্রস: ছবি-সংগৃহীত

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) নাইট উপাধিতে ভূষিত হয়েছিলেন। এবার ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) ক্রিকেট কমিটি চেয়ারম্যান পদে নিয়োগ পেলেন অ্যান্ড্রু স্ট্রস। ক্রিকেটের উন্নয়নের জন্য সাবেক ইংলিশ ক্রিকেটারকে নিয়োগ দিয়েছে ইসিবি।

পুনরায় ইংলিশ ক্রিকেটে ফিরতে পেরে স্ট্রস বলেন, ‘ফিরতে পারাটা সত্যি আনন্দের… ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেটের উন্নয়নের জন্য আমি খুব উৎসাহী। ’ 

৪২ বছর বয়সী স্ট্রস গত বছর তার প্রয়াত স্ত্রী রুথের পাশে থাকার জন্য ইসিবি’র ডিরেক্টর অব ক্রিকেট পদ থেকে সরে দাঁড়ান।

অবশ্য জীবন যুদ্ধে হেরে যান রুথ। ইংলিশদের বর্তমান কোচ ট্রেভর বেইলিসকে নিয়োগ দিয়েছিলেন স্ট্রসই।  

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৯
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।