ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

'প্রথম' বলেই রেকর্ড গড়লেন তাইজুল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৯
'প্রথম' বলেই রেকর্ড গড়লেন তাইজুল ছবি: শোয়েব মিথুন

টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম ম্যাচ খেলতে নেমেছেন তাইজুল ইসলাম। আর অভিষেক ম্যাচে নিজের প্রথম বলেই উইকেটের দেখা পেলেন এই বাঁহাতি স্পিনার। এই নিয়ে একটা রেকর্ডও গড়লেন। টি-টোয়েন্টির ইতিহাসে অভিষেক ম্যাচে নিজের প্রথম বলেই উইকেট পাওয়া ১৫তম বোলার তিনি, আর বাংলাদেশের হয়ে প্রথম। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে নিজের প্রথম বলেই ব্রেন্ডন টেইলরের উইকেট তুলে নিয়ে এই কীর্তি গড়েছেন তাইজুল।

জিম্বাবুয়ের বিপক্ষে হ্যাটট্রিক, জিম্বাবুয়ের বিপক্ষে এক ম্যাচে ৮ উইকেট আবার একই দলের বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক উইকেট। একই দলের বিপক্ষে এর সাফল্য সত্যিই অবিশ্বাস্য।

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে শুক্রবার (১৩ সেপ্টেম্বর) মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিং বেছে নেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। কয়েক দফা বৃষ্টির হানায় ম্যাচ শুরু হয়ে দেড় ঘণ্টা পর। বৃষ্টির কারণে ম্যাচের প্রতি ইনিংসের দৈর্ঘ্য কমিয়ে আনা হয় ১৮ ওভারে।  

বাংলাদেশ একাদশ: লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।

জিম্বাবুয়ে একাদশ: ব্রেন্ডন টেইলর (উইকেটরক্ষক), হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), রায়ান বুর, গ্রেইগ আরভিন, শন উইলিয়ামস, টিমায়সেন মারুমা, টিনোটেন্ডা মুতোম্বোজি, টনি মুনায়ঙ্গা, নেদিল মাদজিবা, কাইল জার্ভিস, টেন্ডাই চাতারা।

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।