ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

ক্রিকেট

সহজ জয় পেলো আফগানিস্তান

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৯
সহজ জয় পেলো আফগানিস্তান জিম্বাবুয়েকে হারিয়ে মাঠ ছাড়ছে আফগানরা: ছবি-শোয়েব মিথুন

মিরপুরে টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে প্রত্যাশিত জয় পেয়েছে আফগানিস্তান। জিম্বাবুয়েকে ২৮ রানে হারিয়ে টুর্নামেন্টের প্রথম জয় তুলে নিয়েছে আফগানরা। অন্যদিকে টানা দ্বিতীয় পরাজয়ের স্বাদ পেলো জিম্বাবুয়ে।

শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শনিবার (১৪ সেপ্টেম্বর) টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৯৭ রান করে আফগানিস্তান। জবাবে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৬৯ রানে থেমে যায় জিম্বাবুয়ের ইনিংস।

১৯৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৪৪ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে জিম্বাবুয়ে। এরপর আফগানদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা সুবিধা করতে পারেনি। রান তোলার গতিও কমে যায়।

রেগিস চাকাবভা শেষ দিকে চেষ্টা করলেও শেষ পর্যন্ত ৭ উইকেটে ১৬৯ রানে থেমে যায় জিম্বাবুয়ের ইনিংস। চাকাবভা অপরাজিত ২২ বলে ৪২ রান করেন। এছাড়া ব্রেন্ডন টেইলর ২৭ ও রায়ান বার্ল ২৫ রান করেন।

আফগানিস্তানের ফরিদ মালিক ও রশিদ খান ২টি এবং করিম জানাত ও গুলবাদিন নাইব ১টি করে উইকেট নেন।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে  নাজিবুল্লাহ জাদরানের ৩০ বলে ঝড়ো ৬৯ রানের সুবাদে ১৯৭ রান করে আফগানরা। জাদরানের ইনিংসটি সাজানো ছিল ৬ ছক্কা ও ৫ চারে। এছাড়া ৪৩ রান করেছেন ওপেনার রহমতউল্লাহ গুরবাজ। ৩৮ রান এসেছে মোহাম্মদ নবীর ব্যাট থেকে।

জিম্বাবুয়ের হয়ে দু’টি করে উইকেট নিয়েছেন টেন্ডাই চাতারা ও শন উইলিয়ামস।

বাংলাদেম সময়: ২২১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৯
আরএআর/ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।