ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

ক্রিকেট

অস্ট্রেলিয়ার বিপক্ষে শক্ত অবস্থানে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৯
অস্ট্রেলিয়ার বিপক্ষে শক্ত অবস্থানে ইংল্যান্ড সেঞ্চুরি মিস করেন ডানলি, ছবি: সংগৃহীত

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অ্যাশেজ সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে তৃতীয় দিন শেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে সুবিধাজনক অবস্থানে রয়েছে স্বাগতিক ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার চেয়ে ৩৮২ রানে এগিয়ে আগে ইংলিশরা। হাতে রয়েছে ২ উইকেট।

দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ৯ রান নিয়ে দিন শুরু করে ইংল্যান্ড। দলীয় ৫৪ রানে রুরি বার্নসের উইকেট হারায় স্বাগতিকরা।

অধিনায়ক জো রুট ২১ রান করে দলীয় ৮৭ রানে আউট হন।

তৃতীয় উইকেট জুটিতে ১২৭ রান যোগ করেন জো ডানলি ও বেন স্টোকস। দুজনই তুলে নেন অর্ধশতক। স্টোকস ৬৭ রান করে নাথন লিওনের বলে আউট হন। তবে অল্পের জন্য সেঞ্চুরি মিস করেন ডানলি। দলীয় ২২২ রানের মাথায় ডানলি ৯৪ রান করে পিটার সিডলের বলে স্টিভ স্মিথের হাতে ধরা পড়েন।

এরপর অবশ্য কোনো ইংলিশ ব্যাটসম্যান রানের দেখা পাননি। জশ বাটলার ৪৭ রন করে আউট হন। দিন শেষে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের সংগ্রহ ৮ উইকেটে ৩১৩ রান। জোফরা আর্চার ৩ ও  জ্যাক লিচ ৫ রানে অপরাজিত রয়েছেন।

বাংলাদেশ সময়: ০৪৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৯
আরএআর/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।