ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

ক্রিকেট

টেস্ট দলের ব্যাটিং কোচ হিসেবে ম্যাকেঞ্জিকে চায় বিসিবি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৯
টেস্ট দলের ব্যাটিং কোচ হিসেবে ম্যাকেঞ্জিকে চায় বিসিবি নিল ম্যাকেঞ্জি: ছবি-শোয়েব মিথুন

২০১৮ সালের জুলাই মাসে বাংলাদেশ দলের ব্যাটিং পরামশর্ক হিসেবে বাংলাদেশের দায়িত্ব নেন দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটসম্যান নিল ম্যাকেঞ্জি। শুধু ওয়ানডে ও টি-টোয়েন্টিতে দলের দায়িত্ব পালন করছেন তিনি। এবার টেস্টেও ম্যাকেঞ্জিকে ব্যাটিং পরামর্শক হিসেবে চাচ্ছে বিসিবি।

তবে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। ম্যাকেঞ্জিকে পাওয়া না গেলে অন্য কাউকে ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হবে।

রোববার (১৫ সেপ্টেম্বর) বিসিবি’র প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী এ কথা জানান। তিনি বলেন, ‘আমরা ম্যাকঞ্জিকে টেস্টে কোচ হিসেবে চাচ্ছি, কিন্তু এখনও তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। তবে আমরা আশা করছি যে, হয়তো হবে। যদি না হয় তাহলে আমরা অন্য কাউকে খুঁজে নেব। ’

বাংলাদেশ সময: ১৯৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৯
আরএআর/ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।