ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশকে হারানোর ছক এঁকেছে জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৯
বাংলাদেশকে হারানোর ছক এঁকেছে জিম্বাবুয়ে জিম্বাবুয়ে ক্রিকেট দল: ছবি-সংগৃহীত

ঢাকা পর্ব শেষ। বুধবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় অধ্যায়। প্রথম ম্যাচে টাইগারদের বিপক্ষে জয়ের কাছাকাছি গিয়েও হারতে হয়েছে মাসাকাদজাদের। দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত শুরুর পরও জয় পায়নি জিম্বাবুয়ে। তবে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে জয় নিয়ে ঘুরে দাঁড়াতে চায় তারা। এমনকি জিম্বাবুইয়ানদের চোখ ফাইনালেও। 

ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক বাংলাদেশকে প্রায় হারিয়েই দিয়েছিল জিম্বাবুয়ে। কিন্তু তরুণ তারকা আফিফ হোসেনের ব্যাট শেষ হাসিটা হাসতে দেয়নি তাদের।

দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ের জয় মাটি করে দেয় নাজিবুল্লাহ জাদরান-মোহাম্মদ নবীর ব্যাট। ফাইনালে যেতে হলে পরের দুই ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই তাদের হাতে। এবার সেই অধরা জয়ের দিকেই চোখ রাখছে জিম্বাবুয়ে।  

এমনিতে জিম্বাবুয়ের কাছে বাংলাদেশ চেনা প্রতিপক্ষ। চেনা শত্রুদের হারানোর জন্য ছকও একেঁছে তারা। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সেই পরিকল্পনার কথা জানালেন জিম্বাবুয়ের অভিজ্ঞ অলরাউন্ডার শন উইলিয়ামস, ‘গুরুত্বপূর্ণ হলো বাউন্ডারি না দেওয়াটা। ওদেরকে (বাংলাদেশ) বাউন্ডারি মারা থেকে বিরত রাখতে পারলে চাপ সৃষ্টি হবে। আমি জানি, বাংলাদেশের ব্যাটসম্যানরা শট খেলতে পছন্দ করে। ওরা আমাদের আগ্রাসীভাবে খেলতে চেষ্টা করবে। চ্যালেঞ্জটি তাই দুর্দান্ত হবে। ’ 

টেস্ট হোক বা সীমিত ওভারের ক্রিকেট, বাংলাদেশের ব্যাটসম্যানরা বাউন্ডারি হাঁকাতে যে পছন্দ করে তা জানা উইলিয়ামসের। কিন্তু ঘরের মাটিতে টাইগারদের হারানো যে শক্ত হবে তা মানছেন ৩২ বছর বয়সী এই তারকা। তবে প্রতিপক্ষ কারা তার দিকে নজর না দিয়ে নিজের খেলাটা খেলতে চান উইলিয়ামস, ‘বাংলাদেশ ভালো অলরাউন্ড দল। তাদের কিছু অভিজ্ঞ ক্রিকেটার আছে। সাকিব, মাহমুদউল্লাহ, মুশফিক ওরা সবাই খুব ভালো ক্রিকেট খেলে। আমরা তাদের সমীহ করি তবে কোনো ম্যাচই আমরা হালকাভাবে নিতে চাই না। আমরা নিজেদের খেলার দিকে মনোযোগ দিতে চাই। ’ 

ফাইনালে যেতে হলে শেষ দুই ম্যাচের মধ্যে কেবল বাংলাদেশকে হারালে হবে না, আফগানদের বিপক্ষেও জিততে হবে জিম্বাবুয়েকে। সেই ম্যাচের জন্যও নিজেদের লক্ষ্য স্থির করেছে তারা। উইলিয়ামস বলেন, ‘আমরা নিজেদের কাজ মন দিয়ে করতে পারলে সবকিছু ঠিকঠাক হবে। আফগানিস্তানও যে চাপে আছে তা আমরা জানি। ’ 

তবে বাকি দুই দলের কোথায় ঘাটতি বা কৌশল তার দিকে মনোযোগ না দিয়ে নিজেদের সেরা খেলাটা খেলার দিকে আবার জোর দিলেন উইলিয়ামস, ‘কিছু সুক্ষ্ম বিষয় আছে, যেমন ফিল্ডিং, যদি সেসব ঠিকঠাক করতে পারি তবে বাকি দুই ম্যাচেও আমাদের জয়ের সম্ভাবনা আছে। ’

বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৯
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।