ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

ক্রিকেট

মাসাকাদজাকে স্মরণীয় বিদায় উপহার দিতে চায় জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৯
মাসাকাদজাকে স্মরণীয় বিদায় উপহার দিতে চায় জিম্বাবুয়ে হ্যামিল্টন মাসাকাদজা: ছবি-সংগৃহীত

বাংলাদেশ সফরে আসার আগে জানিয়ে দিয়েছিলেন, ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের পরপরই ব্যাট-প্যাড তুলে রাখবেন হ্যামিল্টন মাসাকাদজা। আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘদিন তো কাটলো তার। বয়স পরিমাপে ক্যারিয়ারের সায়াহ্নেও পৌঁছে গেছেন। তার মধ্যে আইসিসি তাদের আর্থিক সহযোগীতা বন্ধ করে দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেটে। তবুও মাসাকাদজা আত্মবিশ্বাসী স্বপ্ন নিয়ে বুক বেঁধে ছিলেন, কোনো একদিন আবার সোনালি অতীত ফিরে পাবে জিম্বাবুয়ে। 

একদিন হয়তো ঠিকই ঘুরে দাঁড়াবে জিম্বাবুয়ে ক্রিকেট। কিন্তু ততোদিনে হয়তো বয়সের মধ্যগগণে বা শেষ অধ্যায়ে পৌঁছে যাবেন মাসাকাদজা।

হয়তো মিস করবেন তুলে রাখা প্রিয় ব্যাট-প্যাড জোড়া। ছোট দলের কাতারে নেমে আসা

জিম্বাবুয়ে ক্রিকেটের অবিস্মরণীয় বড় তারকা মাসাকাদজা। জিম্বাবুয়েনদের কাছে তিনি কিংবদন্তি।  সেই কিংবদন্তির অবসরের দিনে যদি জয় আসে, তবে এরচেয়ে সুখের আর কী হতে পারে জিম্বাবুয়েনদের কাছে!

শুক্রবার (২০ সেপ্টেম্বর) ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে প্রিয় অধিনায়ককে বিদায় জানাতে চায় দলটি। সিরিজে ফাইনালে খেলার স্বপ্ন ধুলিসাৎ হয়ে গেছে তাদের। তবে অধরা জয়ের স্বাদ নিয়ে বাংলাদেশ ছাড়তে চাইবে জিম্বাবুয়ে।  

টুর্নামেন্টের ‍শুরুতে বাংলাদেশের বিপক্ষে হারের পর দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের কাছে হারে জিম্বাবুয়ে। ফাইনালে যাওয়ার স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে তৃতীয় ম্যাচে টাইগারদের বিপক্ষে জিততে হতো তাদের। কিন্তু চট্টগ্রাম পর্বেও স্বাগতিকদের কাছে হেরে যায় মাসাকাদজার দল। আফগানদের বিপক্ষে ম্যাচটি তাই নিয়ম রক্ষার ছাড়া কিছুই নয় জিম্বাবুয়ের কাছে।  

কিন্তু সেই ম্যাচের পরেই যে ৩৬ বছর বয়সী মাসাকাদজাকে আর পাবে না জিম্বাবুয়ে! সুতরাং ম্যাচটি তাই বিশেষ কিছু তাদের কাছে। অন্যদিকে, আফগানরা পা দিয়ে রেখেছে ফাইনালে। টাইগারদের বিপক্ষে ফাইনালের আগে আজকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হতে যাওয়া ম্যাচটিকে ‘রিহার্সাল’ হিসেবেই নিচ্ছে আফগানিস্তান।

প্রথম দুই ম্যাচ অপরিবর্তিত একাদশ নিয়ে খেললেও এবার পেসার দাওলাত জাদরান ও নাভীন-উল-হককে দেখা যেতে পারে। নিয়মিত খেলোয়াড়দের বিশ্রাম দিতে অলরাউন্ডার ফজল নিজাজী ও উইকেটরক্ষক শফিকুল্লাহ মূল একাদশে থাকতে পারেন। অন্যদিকে অপরিবর্তিত একাদশই দেখা যেতে পারে জিম্বাবুয়ের।  

হাসিমুখে বিদায় নিতে পারবেন তো মাসাকাদজা? ৩৬ বছর বয়সী ব্যাটসম্যান জিম্বাবুয়ের হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক। দেশটি এখন পযর্ন্ত ৬৯টি টি-টোয়েন্টি খেলেছে। তারমধ্যে কেবল ৪ ম্যাচে ছিলেন না মাসাকাদজা। বাকি সব ম্যাচে খেলেছেন তিনি।  

বাংলাদেশ সময়: ১০১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৯
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।