ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশের বিপক্ষে খেলবেন না ধোনি!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৯
বাংলাদেশের বিপক্ষে খেলবেন না ধোনি! ধোনি: ছবি-সংগৃহীত

নতুন মোড় নিতে যাচ্ছে মহেন্দ্র সিং ধোনির আন্তর্জাতিক ক্যারিয়ার। দীর্ঘায়িত হতে যাচ্ছে ক্রিকেট থেকে তার সাময়িক বিরতি। নভেম্বরের আগ পযর্ন্ত উইকেটের পেছনে নাও দেখা যেতে পারে ৩৮ বছর বয়সী এই উইকেটরক্ষক-ব্যাটসম্যানকে। যার ফলে বাংলাদেশের বিপক্ষে হোম সিরিজেও ভারতীয় স্কোয়াডের বাইরে থাকার সম্ভাবনা আছে তার।

ইংল্যান্ড ও ওয়েলস বিশ্বকাপে ভারতের সেমিফাইনাল থেকে বিদায়ের পর আর টিম ইন্ডিয়ার হয়ে খেলেননি ধোনি। নিউজিল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচটিতে অবশ্য ফিফটি করেছিলেন তিনি।

কিন্তু হতাশাজনকভাবে ভারতের বিশ্বকাপ অভিযান শেষ হওয়ার পরপরই গুঞ্জন ও বিতর্ক ওঠে ধোনির অবসর বিষয়ে।  

তবে সেসব বিতর্ক-গুঞ্জনকে পাশ কাটিয়ে ধোনি দু’মাসের জন্য যোগ দেন ভারতীয় সেনাবাহিনীতে। যার ফলে তাকে ছাড়াই বিরাট কোহলিরা ক্যারিবিয়ান সফর শেষ করে। এরপর সেনাবাহিনীর দায়িত্ব থেকে ফিরলেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলতি ঘরোয়া সিরিজেও নেই ধোনি। অবসর না নিলে নভেম্বরের আগে তিনি দলে ফিরবেন কিনা তা অনিশ্চিত।

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ছাড়াও ঘরোয়া লিগ বিজয় হাজারে ট্রফিতে না খেলার সম্ভাবনাই বেশি ধোনির।  

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৯
ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।