ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

ক্রিকেট

দেশের জন্য উজাড় করে দিতে চাই: রশিদ খান

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৯
দেশের জন্য উজাড় করে দিতে চাই: রশিদ খান সংবাদ সম্মেলনে রশিদ খান: ছবি-শোয়েব মিথুন

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে ব্যাটে-বলে ভালো পারফর্ম করেছে আফগানিস্তান। টি-টোয়েন্টিতে টানা ১২ ম্যাচ জয়ের রেকর্ড গড়েছেন এই টুর্নামেন্টেই। তবে এরপরেই টানা দুই ম্যাচ হেরেছে আফগানরা। তাই ফাইনালের আগে কিছুটা চাপে রয়েছে তারা। 

ফাইনালের আগের দিন সোমবার (২৩ সেপ্টেম্বর) মিরপুরে অনুশীলন করে আফগানিস্তান। অনুশীলনের আগে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কথা বলেন আফগান অধিনায়ক রশিদ খান।

ইনজুরির কারণে তার খেলা নিয়ে শঙ্কা রয়েছে। তাই নিজের ইনজুরি নিয়ে প্রথমেই জানান তিনি। রশিদ খান বলেন, ‘এখনো নিশ্চিত করে কিছু বলতে পারছিনা। গতকাল আর আজকে বেশ কিছু কাজ করেছি। আশা করছি সেগুলো কাজ করবে। আগামীকালই চূড়ান্ত সিদ্ধান্ত নেবো। ’

ফাইনালে আফগানিস্তান ফেভারিট কিনা এমন প্রশ্নে আফগান অধিনায়ক বলেন, ‘আমরা গত ৪-৫ বছর ধরে ভালো ক্রিকেট খেলছি, বিশেষ করে টি-টোয়েন্টিতে। আমরা যদি সেরাটা খেলতে পারি তবে যেকোনো দলকে হারাতে পারি। দলে প্রতিভাবান কিছু ক্রিকেটার আছে। শুধুমাত্র শান্ত থেকে পারফর্ম করতে হবে। ’

এ সময় রশিদ খান জানান, নিজের দেশের জন্য উজাড় করে দিতে চাওয়ার কথা। সকল ক্রিকেটারের এটা করা উচিৎ। তিনি বলেন, ‘আমার বল করা উচিৎ নয়। কিন্তু দলের প্রয়োজনে আপনাকে প্রস্তুত থাকতে হবে। আর যদি তা নিজ দেশের জন্য হয়, তাহলে তো আরও বেশি জরুরি। আমি আজগর আফগানের কথা বলবো। বিশ্বকাপের বাছাইপর্বের সময় অপারেশন থেকে ফিরে চার দিনের মাথায় এসে সে বললো যে আমি খেলবো। অন্যদের শিক্ষা নেওয়া উচিৎ। আমি মনে করি ম্যাচ খেলার জন্য যদি ১০ ভাগও ফিট থাকি তবে খেলা উচিৎ। আমি খেলার পক্ষেই কথা বলবো। কারণ আমি দেশকে ভালবাসি। ’

টানা দুই ম্যাচ হেরে কিছুটা ব্যাকফুটে আফগানিস্তান। কিন্তু অধিনায়ক জানান, ‘আমি মনে করি না আমরা পিছিয়ে আছি। কালকের ম্যাচের দিকে মনযোগী হতে চাই। লিগ পর্বের ম্যাচ অতীত হয়ে গেছে। সবচেয়ে বড় কথা হলো এটা ফাইনাল ম্যাচ। আগে জিতেছেন না হেরেছেন এটা কোনো ইস্যু তৈরি করে না। ’

ফাইনালের উইকেট যেমনই হোক না কেন লড়তে প্রস্তুত আফগানিস্তান। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) মিরপুরে শেরে বাংলা স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে ফাইনাল ম্যাচটি।

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৯
আরএআর/ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।