ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

ক্রিকেট

সৌম্য-মিরাজদের পারফরম্যান্স দেখতে শ্রীলঙ্কায় ডমিঙ্গো

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৯
সৌম্য-মিরাজদের পারফরম্যান্স দেখতে শ্রীলঙ্কায় ডমিঙ্গো রাসেল ডমিঙ্গো। ফাইল ফটো

ত্রিদেশীয় সিরিজের পর জাতীয় দলের ক্রিকেটারদের আপাতত কোনো খেলা নেই। অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে মাঠে গড়াবে জাতীয় ক্রিকেট লিগ। তাই কিছু দিন বিশ্রাম নিয়ে ক্রিকেটাররা প্রস্তুতি নেবেন জাতীয় ক্রিকেট লিগ খেলার জন্য। ক্রিকেটাররা বিশ্রাম নিলেও বিশ্রাম নেবেন না প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।

শ্রীলঙ্কা সফরে রয়েছে বাংলাদেশ ‘এ’ দল। চার দিনের ম্যাচও শুরু হয়েছে যদিও বৃষ্টির কারণে দুই দিনের খেলা পরিত্যক্ত হয়েছে।

‘এ’ দলে রয়েছেন সৌম্য সরকার, মুমিনুল হক, সাদমান ইসলাম, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন। টেস্ট দলের নিয়মিত ক্রিকেটারদের পাশাপাশি অন্য ক্রিকেটারদের পারফরম্যান্স নিজের চোখে দেখতে ইতিমধ্যে শ্রীলঙ্কা গেছেন টাইগারদের প্রধান কোচ ডমিঙ্গো। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুও যাবেন সেখানে।

বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান নির্বাচক নান্নু। তিনি বলেন, ‘এ দলের পারফরম্যান্স দেখতে সকালে শ্রীলঙ্কা চলে গেছেন ডমিঙ্গো। সেখান থেকে ছুটি কাটাতে ৮ অক্টোবর কোচ চলে যাবে দক্ষিণ আফ্রিকায়। ভারত সফরের আগে শুরু হওয়া অনুশীলন ক্যাম্পে দলের সঙ্গে যোগ দেবেন ডমিঙ্গো। ’

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৯
আরএআর/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।