ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

ক্রিকেট

ভারতের বিপক্ষে সিরিজ হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৯
ভারতের বিপক্ষে সিরিজ হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল ...

ভারত অনূর্ধ্ব-২৩ দলের কাছে সিরিজ হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। সিরিজের চতুর্থ ওয়ানডেতে বাংলাদেশকে ৪ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করেছে ভারত।

লখনৌতে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২০১ রান করে জুনিয়র টাইগাররা। জবাবে ব্যাট করতে নেমে প্রিয়ম গর্গের সেঞ্চুরিতে ৪৬ বল হাতে রেখে সহজ জয় তুলে নেয় ভারতীয় যুবারা।

২০২ রানে টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় ১৬ রানের মধ্যে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত। এরপর সেই চাপ সামাল দেন প্রিয়ম। ১১১ রানে দুর্দান্ত এক সেঞ্চুরি করে দলকে জয়ের বন্দরে পৌঁছে মাঠ ছাড়েন তিনি। ৪২.২ ওভারে জয় পায় ভারত। বাংলাদেশের শফিকুল ইসলাম ১টি উইকেট নেন।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে দলীয় ৫৫ রানে ৪ উইকেটে হারায় বাংলার যুবারা। পঞ্চম উইকেটে ৪৫ রান যোগ করেন আরিফুল হক ও আল আমিন। ৪০ রান করে অাউট হন আল আমিন।

এরপর মহিদুল ইসলাম অঙ্কনের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৬ উইকেটে ২০১ রান করে বাংলাদেশ। অঙ্কন অর্ধশতক তুলে ৫১ রানে অপরাজিত থাকেন। ভারতের আরশদ্বীপ সিং ২টি উইকেট নেন।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ০১৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৯

আরএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।