ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

ক্রিকেট

বিশ্ব ক্রিকেট পাকিস্তানকে ছাড়া অসম্পূর্ণ: সরফরাজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৯
বিশ্ব ক্রিকেট পাকিস্তানকে ছাড়া অসম্পূর্ণ: সরফরাজ পাকিস্তান ক্রিকেট দল: ছবি-সংগৃহীত

পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ জানিয়েছেন, বিশ্ব ক্রিকেট পাকিস্তানকে ছাড়া অসম্পূর্ণ। তাই সব টেস্ট খেলুড়ে দেশের উচিৎ উদাহরণ হিসেবে শ্রীলঙ্কাকে অনুসরণ করা। কারণ তারা নিশ্চিন্ত হয়েই পাকিস্তানে দল পাঠিয়েছে।

পাকিস্তান ক্রিকেটর জন্য আজ ঐতিহাসিক দিন। ২০০৯ সালের পর আজ প্রথমবারের মতো ঘরের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট শুরু হচ্ছে তাদের।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে করাচিতে পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে দেশটি। তার আগে বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে কথা বলেন পাকিস্তান অধিনায়ক সরফরাজ। তিনি বলেন, পাকিস্তানকে আন্তর্জাতিক ক্রিকেটে সহায়তা করার এখনই সময় ক্রিকেট খেলুড়ে দেশগুলোর।
  
ঐতিহাসিক মুহুর্তের স্বাক্ষী হতে যাওয়া সরফরাজ বলেন, ‘নিরাপত্তা অবস্থা উন্নত করা হয়েছে। আমরা এখানে পিএসএলের (পাকিস্তান সুপার লিগ) ম্যাচ খেলেছি। ক্রিকেট বিশ্বের প্রতি আমার বার্তা খুবই সাধারণ: দয়া করে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট পুনর্জাগরণে সহায়তা করুণ এবং খেলতে আসুন। ’ 

পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের পক্ষে নিরাপত্তা দেওয়ার জন্য পাকিস্তান আর্মি, ফেডারেল এবং সিন্ধ সরকার, স্থানীয় প্রশাসন দিনরাত সফলভাবে কাজ করে যাচ্ছে জানান সরফরাজ। তার জন্য সহায়তাকারী প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পাকিস্তান অধিনায়ক।  

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৯
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।