ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

ক্রিকেট

ক্রিকেটারদের ফিটনেস লেভেল খুবই খারাপ: পাপন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৯
ক্রিকেটারদের ফিটনেস লেভেল খুবই খারাপ: পাপন নাজমুল হাসান পাপন/ফাইল ছবি

আগামী অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) ২০১৯-২০ মৌসুমের খেলা। তবে এই টুর্নামেন্টের জন্য নতুন নিয়ম করা হয়েছে। জাতীয় লিগে খেলতে হলে ফিটনেস পরীক্ষার বিপ টেস্টে এবার ১১ নম্বর পেতে হবে। আগে যেটা ছিল ৮-৯ পয়েন্ট।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সাংবাদিকদের জানান, প্রধান কোচ রাসেল ডমিঙ্গোও খেলোয়াড়দের ফিটনেস নিয়ে সন্তুষ্ট নন। তিনি বলেন, ‘জাতীয় দলে এখন আমাদের মূল সমস্যা হচ্ছে ফিটনেস।

খেলোয়াড়দের ফিটনেস লেভেল খুবই খারাপ। কোচ এসে বলছে তোমাদের খেলোয়াড়দের এটা কি ধরনের ফিটনেস? এমন ফিটনেস তো আন্তর্জাতিক লেভেলে দেখিনি। আমি দক্ষিণ আফ্রিকায় ছিলাম সেখানে তো কখনো দেখিনি। ' 

তবে ফিটনেস নিয়ে নতুন পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি, 'হঠাৎ করে তো এখন আর বাড়াতে পারবো না আমরা। ১৩-তে বা উপরে উঠতে পারছি না। যেখান থেকে খেলোয়াড়রা উঠে আসে সেখানে যদি লেভেলটা ঠিক না করি তাহলে এটা তো ৯-১০ পর্যন্ত আসবে জাতীয় দলে। তাহলে আমাদের কোনো লাভ হচ্ছে না। সে কারণে চেষ্টা করা হচ্ছে। ’
 
এসময় বিসিবি সভাপতি আরও জানান, ‘আমরা বুঝে-শুনেই এমন সিদ্ধান্ত নিয়েছি। ফিটনেস অনেক গুরুত্বপূর্ণ বিষয়। সবারই এটার প্রতি নজর দিতে হবে। আমাদের দলের ফিটনেস লেভেলে অবশ্যই উন্নতি করতে হবে। ’
 
বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৯
আরএআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।