ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ক্রিকেট

নির্বাচকের পদ থেকে অবসরে গ্রেগ চ্যাপেল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৯
নির্বাচকের পদ থেকে অবসরে গ্রেগ চ্যাপেল গ্রেগ চ্যাপেল: ছবি-সংগৃহীত

নতুন জাতীয় নির্বাচক খুঁজছে অস্ট্রেলিয়া। কারণ এই মাস শেষে ক্রিকেট অস্টেলিয়ার (সিএ) নির্বাচক পদ থেকে অবসর নেবেন গ্রেগ চ্যাপেল। সাবেক অজি ক্রিকেটারের অবসরে যাওয়ার খবরটি নিশ্চিত করেছে সিএ।

৩০ সেপ্টেম্বরের পর আর অজিদের নির্বাচক পদে দেখা যাবে না চ্যাপেলকে। নয় বছর ধরে এই প্রতিভাবান ম্যানেজার পদটির দায়িত্ব পালন করছেন।

খেলোয়াড়ি জীবনে ১৯৭০ থেকে ১৯৮৪ সালের মধ্যে অস্ট্রেলিয়ার হয়ে ৮৭টি টেস্ট খেলেছেন চ্যাপেল। সেঞ্চুরি করেছেন ২৪টি। এছাড়া ৭৪টি ওয়ানডে ম্যাচও খেলেছেন তিনি।

৭১ বছর বয়সী চ্যাপেলের পরিবর্তে সাময়িক সময়ের জন্য অস্ট্রেলিয়ার নির্বাচক পদের দায়িত্ব পালন করবেন সাবেক মাত্র একটি টেস্ট খেলা উইকেটরক্ষক গ্রাহাম মানাউ। যতদিন পযর্ন্ত সিএ নতুন নির্বাচক নিয়োগ না দেয় ততদিন দায়িত্ব পালন করবেন তিনি।

বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৯
ইউবি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।