ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ক্রিকেট

জাতীয় লিগে ভালো বল প্রয়োজন: শরীফ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৯
জাতীয় লিগে ভালো বল প্রয়োজন: শরীফ মোহাম্মদ শরীফ

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পদার্পণের প্রায় দেড় যুগেরও বেশি সময় পার হয়েছে। যেখানে আগমী নভেম্বরে ভারতের বিপক্ষে টেস্ট দিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের যাত্রা শুরু করবে বাংলাদেশ। আর ঘরোয়া ক্রিকেটে দীর্ঘ পরিসরে খেলা প্রধান লিগ জাতীয় ক্রিকেট লিগ (এসসিএল)। অাগামী অক্টোবরে শুরু হবে এনসিএলের ২০১৯-২০ মৌসুমের খেলা। কিন্তু এই লিগে ভালো মানের বল দিয়ে খেলা হয় না বলে জানিয়েছেন পেসার মোহাম্মদ শরীফ।

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটাদের একজন মোহাম্মদ শরীফ। ১৩২টি প্রথম শেণির ম্যাচ খেলে ৩৯৩টি উইকেট রয়েছে তার ঝুলিতে।

তাই ঘরোয়া ক্রিকেটের খুটিনাটি হয়তো তার থেকে ভালো কেউ জানেন না।

শনিবার (২৮ সেপ্টেম্বর) মিরপুরে অনুশীলন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন অভিজ্ঞ এই পেসার। সেখানেই তিনি এই ভালো বল দিয়ে খেলার প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি। শরীফ বলেন, ‘একটা কথা বলতে চাই ঠিক হবে কিনা জানি না, তবুও বলাটা জরুরি। ভালো বল দিয়ে যেন খেলা হয়। বলের মান খুব গুরুত্বপূর্ণ। অনেক সময়ই বল খুব দ্রুত নরম হয়ে যায়। এমনিতেই উইকেট থেকে বোলাররা কোনো সহায়তা পায় না। তারপর যদি বলও নরম হয়ে যায় তখন বোলারদের কিছু করার থাকে না। গত ২-৩ বছরে এমনটা অনেকবার হয়েছে, ৪-৫ ওভারের মধ্যে নতুন বল বদলাতে হয়। বলের মান কেমন থাকে সেখান থেকেই বোঝা যায়। এদিকটা আরও গুরুত্ব দিয়ে ভাবা উচিৎ। ’

ঘরোয়া ক্রিকেটে সাধারণ এসজি বল দিয়ে খেলা হয়। কিন্তু জাতীয় লিগে কি ধরনের বল ব্যবহার করা হয় তা নিয়ে সন্দিহান শরীফ। তিনি বলেন, ‘এসজি বল দিয়েই খেলা হয়। কিন্তু বলটি সেরা মানের কিংবা গ্রেড ওয়ান কিনা, আমার জানা নাই। হতে পারে গ্রেড ওয়ান বল। অনেক সময় আমরা ভালো বল নাও পেতে পারি। পুরোনো হয়ে যেতে পারে, যারা বলটা দিচ্ছে হয়তো না বুঝেই দিচ্ছে। বল ভালো থাকলে, উইকেট একটু শুষ্ক থাকলেও মানিয়ে নেওয়া যায়। ’

এমন বল দিয়ে খেলে ব্যাটসম্যানদের কোনো কাজে আসেনা বলে মনে করেন শরীফ। বলেন, ‘বল এত তাড়াতাড়ি নরম হয়ে যায় যে সু্ইং-বাউন্স কিছুই হয় না, স্পিনারদেরও ধার থাকে না। ব্যাটসম্যানরা অনায়েসে খেলে যায়। বল কিছুই করে না, সোজা আসে। অনেক ব্যাটসম্যান সেঞ্চুরি-ডাবল সেঞ্চুরি করে ভাসিয়ে দিচ্ছে। কিন্তু তাদেরকে আসলে শক্ত কোনো চ্যালেঞ্জের মুখে পড়তে হয়না। শুধু লম্বা সময়ে ব্যাট করাটাই কাজে আসে এছাড়া তার স্কিল বাড়ানোতে কোনো কাজে আসে না। ’

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৯
আরএআর/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।