ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ক্রিকেট

আগে পাকিস্তানকে ঠিক হওয়ার উপদেশ দিলেন ধাওয়ান 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৯
আগে পাকিস্তানকে ঠিক হওয়ার উপদেশ দিলেন ধাওয়ান  ধাওয়ান ও আফ্রিদি: ছবি-সংগৃহীত

এমনিতে ভারত-পাকিস্তান মানে সাপে-নেওলে সম্পর্ক। সাম্প্রতিক সময়ে পুলওয়ামায় জঙ্গি হামলা এবং কাশ্মীর ইস্যু নিয়ে দু’দেশের সম্পর্ক আরও অবনতি হয়েছে। কাশ্মীর ইস্যু নিয়ে কেবল দু’দেশের রাজনীতিবিদ-জনগণ নয়; ক্রিকেটারও জড়িয়ে পড়েছেন বচসায়। 

কাশ্মীর ইস্যু নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন পাকিস্তানের শহীদ আফ্রিদির মতো তারকারা। তার জবাবে গত এপ্রিলে কড়া জবাব দেন শিখর ধাওয়ান।

এবার ভারতীয় ওপেনার আবারও জানিয়েছেন, ভারতের অভ্যন্তরীণ বিষয়ে পাকিস্তানকে নাক না গলানোর।  

ভারতের বাঁ-হাতি ওপেনার এক টিভি শো’তে গিয়েছিলেন। সেখানেই তিনি কড়া মেজাজে জানান, বাইরের কেউ যদি তার দেশের বিপক্ষে কথা বলে তবে তার সরাসরি প্রতিবাদ জানানো হবে।

শিখর ধাওয়ান বলেন, ‘যদি কেউ আমাদের দেশের সম্পর্কে কিছু বলে, আমরা অবশ্যই তার প্রতিবাদ করবো। আমাদের বাইরের লোকের উপদেশ দরকার নেই। প্রথমে নিজের দেশকে ঠিক করো তারপর অন্যের ব্যাপারে কথা বলো। ’

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৯
ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।