ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

ক্রিকেট

এগিয়ে থেকে দ্বিতীয় দিন শেষ করলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৯
এগিয়ে থেকে দ্বিতীয় দিন শেষ করলো বাংলাদেশ মিরাজ: ছবি-সংগৃহীত

স্বাগতিক শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে ১৫৬ রানে এগিয়ে থেকে দ্বিতীয় দিন শেষ করেছে বাংলাদেশ ‘এ’ দল। প্রথম ইনিংসে ৩৬০ রান করে অলআউট হয় মুমিনুল হকরা। নিজেদের প্রথম ইনিংস শুরু করে ২ উইকেটে ২০৪ রান করেছে লঙ্কানরা। 

দু’দলের তিনদিনের প্রথম আনঅফিসিয়াল টেস্টে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ২৭০ রান করে প্রথম দিন শেষ করেছিল বাংলাদেশ। আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান সৌম্য সরকার ও মেহেদী হাসান মিরাজ দ্বিতীয় দিন শুরু করে দলকে নিয়ে যান তিনশ রানের ঘরে।

 

দলীয় ৩০৯ রানের মাথায় আশিথা ফার্নান্দোর বলে ফেরেন সৌম্য (২৬)। এর পরপরই ফিফটি করে আউট হোন মিরাজ। তার ৫৭ রানের ইনিংসটি সাজানো ছিল ৭ চারে। শেষদিকে ছোট ছোট জুটি গড়ে বাংলাদেশকে ৩৬০ রানের সংগ্রহ এনে দেন মেহেদী হাসান রানা (৮), এবাদত হোসেন (৭)। ৮ রানে অপরাজিত ছিলেন আবু জায়েদ।

সোমবার (৩০ সেপ্টেম্বর) হাম্বানটোটায় দ্বিতীয় দিন নিজেদের প্রথম ইনিংস শুরু করে লঙ্কানরা প্রথম ধাক্কা খায় দলীয় ১৭ রানে। ওপেনার পাথুন নিশানকে (১৪) এলবিডব্লিউর ফাঁদে ফেলেন এবাদত। অবশ্য এরপরই বড় জুটি গড়েন সংগীত কোরে এবং কামিন্দু মেন্ডিস। দু’জনে স্কোরবোর্ডে যোগ করেন ১৬৫ রান।  

বাংলাদেশি বোলারদের হতাশ করে সেঞ্চুরি তুলে নেন কোরে। দলীয় ১৮৫ রানে মিরাজের বলে সৌম্যকে ক্যাচ দিয়ে বিদায় নেন এই ওপেনার। তার ১৫১ বলে ১০৪ রানের ইনিংসটি সাজানো ছিল ১৫ চারে।  

আনঅফিসিয়াল টেস্টের তৃতীয় ও শেষদিন শুরু করবেন লঙ্কানদের দুই অপরাজিত ব্যাটসম্যান মেন্ডিস (৭৯) ও আশান প্রিয়রঞ্জন (৫)।  

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৯
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।