ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ক্রিকেট

পারফরমার ক্রিকেটারদের ফিটনেসে ছাড় দেওয়া হবে: বাশার

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৬ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৯
পারফরমার ক্রিকেটারদের ফিটনেসে ছাড় দেওয়া হবে: বাশার প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন: ফাইল ফটো

জাতীয় ক্রিকেট লিগের খেলা শুরু হবে আগামী ১০ অক্টোবর। এবারে জাতীয় ক্রিকেট লিগ মাঠে গড়ানোর আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ক্রিকেটারদের ফিটনেস। বিপ টেস্টে ১১ পয়েন্ট পেতে হবে ক্রিকেটারদের। হঠাৎ করে এমন সিদ্ধান্তে ক্রিকেটারদের মাঝে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সাংবাদিকদের ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন জানান, যারা পারফরমার ক্রিকেটার তাদের ব্যাপারে ফিটনেস নিয়ে ছাড় দেওয়া হবে। বিপ টেস্টে ফিটনেস লেভেল ১১ পয়েন্টেই রাখা হয়েছে।

প্রধান নির্বাচক বলেন, ‘আমরা একটা স্ট্যান্ডার্ড কালচার ফলো করার চেষ্টা করছি। শুধু আমরা না সবাই করে থাকে। আমরা একটা বেঞ্চ মার্ক বেঁধে দিয়েছি। গতবার ৯ ছিলো এবার ১১ করেছি। পেশাদার ক্রিকেটারদের সবার ফিটনেস ঠিক রাখা উচিৎ। তবে এটা নিয়ে এতো হৈ-চৈ করার কিছু নেই। ’

পরীক্ষিত ক্রিকেটারদের ফিটনেসের বিষয়ে হাবিবুল বাশার সুমন বলেন, ‘নিয়মিত পারফরমার যারা সবসময় পারফর্ম করে আসে আমি এখানে বয়স উল্লেখ করবো না, তারা যদি না করে তাহলে আমরা একটু বিচেবনা করবো। আমি এখানে কোন বেঞ্চ মার্ক রাখবো না। আমরা চিন্তা করবো কত হয়। কিন্তু সেটা বলবো না যে, ১০ করো বা ১০.৫ করো কিংবা ৯ করো। সেটা পুরোপুরি আমাদের বিচেচনায় হবে। ’

প্রধান নির্বাচক মনে করেন বাংলাদেশের ক্রিকেটকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে ফিটনেস ও ফিল্ডিং এই দুই দিকে দিয়ে এগিয়ে যেতে হবে। ভবিষ্যতে এই দুই বিষয়ের ওপর আরও বেশি গুরুত্ব আরোপ করা হবে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৯
আরএআর/ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।