ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ক্রিকেট

আইপিএল ২০২০ নিলাম ডিসেম্বরে কলকাতায়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৯
আইপিএল ২০২০ নিলাম ডিসেম্বরে কলকাতায় ছবি:সংগৃহীত

২০২০ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আসরের নিলাম অনুষ্ঠিত হবে চলমান বছরের ১৯ ডিসেম্বর। প্রথা ভেঙে বিসিসিআই প্রথমবারের মতো কলকাতায় এই অনুষ্ঠানটি সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে। যেখানে ব্যাঙ্গালুরু ঐতিহাসিকভাবে নিলামের স্থান ছিল।

এ বছরের নিলামটি অবশ্য ছোট পরিসরে অনুষ্ঠিত হবে। কেননা ২০২১ সালে ফ্র্যাঞ্চাইজিগুলো নতুন দল গঠন করতে মেগা আসরের নিলামে বসবে।

সর্বশেষ বৃহৎ নিলামটি অনুষ্ঠিত হয়েছিল ২০১৮ সালের জানুয়ারিতে। সেবার দলগুলো পাঁচজন ক্রিকেটার রেখে নতুন দল সাজিয়েছিল।

সোমবারই আটটি ফ্র্যাঞ্চাইজিকে জানিয়ে দেওয়া হয়েছে আসছে ১৪ নভেম্বর পুরোনো খেলোয়াড় ধরে রাখার শেষ তারিখ। আর ২০২০ সালের দল গঠনে প্রতিটি দল ১২ মিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত খরচ করতে পারবে। এছাড়া গত নিলামের সঙ্গে অতিরিক্ত হিসেবে আরও ৪ লাখ ২৫ হাজার ডলার খরচ করতে পারবে।

বাংলাদেশ সময়: ১২০৭ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।