ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

এমসিসির প্রেসিডেন্ট হিসেবে পথচলা শুরু সাঙ্গাকারার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫১ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৯
এমসিসির প্রেসিডেন্ট হিসেবে পথচলা শুরু সাঙ্গাকারার সাঙ্গাকারা: ছবি-সংগৃহীত

আনুষ্ঠানিকভাবে মের্লবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) প্রেসিডেন্ট পদের দায়িত্ব নিয়েছেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা। মঙ্গলবার (০১ অক্টোবর) তিনি দায়িত্ব গ্রহণ করেন।

সাঙ্গাকারা প্রথম নন-ব্রিটিশ যিনি এমসিসির প্রেসিডেন্ট পদে যোগ দিলেন। এক বছরের জন্য তিনি এই দায়িত্ব পালন করবেন।

এমসিসির প্রেসিডেন্ট হিসেবে পথচলা শুরু করার পর উচ্ছ্বাস প্রকাশ করেন সাবেক এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান। লঙ্কান কিংবদন্তি বলেন, ‘এমসিসিরি মর্যাদাপূর্ণ প্রেসিডেন্ট পদে যোগ দিয়ে আমি শিহরিত। অবিশ্বাস্য একটি ক্রিকেট বর্ষ উপহার দেওয়ার জন্য আমি কঠোরভাবে কাজ করবো। ’ 

সাঙ্গাকারা আরো বলেন, ‘জাতীয় ও আন্তর্জাতিকভাবে এমসিসি যেসব কাজ করে তা সম্পর্কে মানুষকে জানানো দরকার আমাদের। ’ 

এমসিসির প্রেসিডেন্ট পদে সাঙ্গাকারার মনোনয়ন ঘোষণা করা হয়েছিল আগে। গত মে মাসে এমসিসির বার্ষিক সাধারণ সভায় তার নাম ঘোষণা করা হয়।  

ক্রিকেটের আইন-কানুনের এই অভিভাবক সংস্থা প্রতিষ্ঠিত হয় ১৭৮৭ সালে। এই প্রথম কোনো নন-ব্রিটিশ সংস্থাটির প্রেসিডেন্ট পদ অলঙ্কৃত করলেন।

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৯
ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।