শনিবার (১২ অক্টোবর) ফতুল্লায় খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ৬ উইকেটে ১৭৩ রানে তৃতীয় দিন শুরু করা রাজশাহীকে আর বেশিদূর এগোতে দেননি সুমন খান।
দিনের শুরুতে সাজঘরে ফেরেন ফরহাদ রেজা (১৬)।
ঢাকার হয়ে ২৭ ওভার বল করে ৫৭ রান দিয়ে সর্বোচ্চ ৫ উইকেট নিয়েছেন সুমন। আগেরদিন ৩ উইকেট পকেটে পুরেন তিনি। ৩ উইকেটে শিকার করেছেন সালাউদ্দিন শাকিল।
৪৩ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে ঢাকা ৬ উইকেটে ২০৬ রান তুলে দিন শেষ করে। প্রথম ইনিংসের পর এবারও হেসেছে তাইবুর রহমানের ব্যাট। ৬৭ রানে অপরাজিত আছেন তিনি। প্রথম ইনিংসে অপরাজিত ৮৮ রান এসেছিল তার ব্যাট থেকে। এছাড়া ঢাকার হয়ে ৬৫ রানের ইনিংস খেলেছেন রাকিবুল হাসান। জয়রাজ শেখের ব্যাট থেকে ৩০ এবং ওপেনার রনি তালুকদারের ব্যাট থেকে এসেছে ২০ রান।
ঢাকার হয়ে চতুর্থদিন শুরু করবেন তাইবুর রহমান ও সুমন খান (১)।
রাজশাহীর হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম। ফরহাদ রেজার শিকার ২ উইকেট।
বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৯
ইউবি