ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সবাই নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করছে: মাহমুদউল্লাহ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৮ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৯
সবাই নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করছে: মাহমুদউল্লাহ ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার হাতে মাহমুদউল্লাহ

আগামী মাসে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশ দলের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের যাত্রা। টাইগারদের কঠিন পরীক্ষা দিতে হবে ভারতের্ বিপক্ষে। ইতোমধ্যে ভারত চারটি টেস্টে খেলে চারটিতেই জয় পেয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে।

টেস্ট ক্রিকেটের কথা মাথায় রেখে জাতীয় দলের ক্রিকেটারদের জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) খেলা বাধ্যতামূলক করেছিল। বোরবার (১৩ অক্টো্বর) এনসিএলের প্রথম রাউন্ডের খেলা শেষ হয়েছে।

সেখানে বেশ কয়েকজন ক্রিকেটার ভালো করেছেন। তামিম ইকবালের চট্টগ্রাম বিভাগের বিপক্ষে ড্র করেছে মাহমুদউল্লাহ রিয়াদের ঢাকা মেট্রো। ব্যাটে বলে অবদান রাখায় ম্যাচ সেরা হয়েছেন মাহমুদউল্লাহ।

জাতীয় দলের ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে মাহমুদউল্লাহ বলেন, ‘আমার মনে হয় এটা নিয়ে এতো চিন্তিত হওয়ার কিছু নেই। সবাই চেষ্টা করেছে। কেউ হয়তো রান করেছে কেউ করেনি। আমি আশা করি যারা রান করতে পারেনি তারা যেন আরো বেশি কষ্ট করে দ্বিতীয় রাউন্ডে রান করতে পারে এবং আত্মবিশ্বাসটা আগের জায়গায় নিয়ে আসতে পারে। সবাই চেষ্টা করবে। ’

বিশ্বকাপ ক্রিকেটের পুরোটা সময়ই অফ-ফর্মে ছিলেন তামিম ইকবাল। শ্রীলঙ্কা সফরেও ছিলেন ব্যর্থ। তাই বিশ্রাম শেষে মাঠে ফিরেছন এই ওপেনার। তামিম প্রসঙ্গে মাহমুদউল্লাহ বলেন, ‘তামিম বেশ ভালোই ব্যাট করছিল। আমার কাছে মনে হয় সে সত্যি কঠোর পরিশ্রম করছে। হয়তো বড় রান করতে পারেনি। তবে ওর ব্যাটিংয়ের ছন্দ দেখে মনে হচ্ছে ও খুব ভালো ব্যাট করছে। আপনারা সবাই জানেন, গত কয়েক মাস ধরে ও অনেক কষ্ট করেছে ফিটনেস নিয়ে এবং ব্যাটিং নিয়ে। সে ঠিক পথে আছে। সবকিছু ওর জন্য দ্রুত ঠিক হয়ে যাবে আশা করি। ’

মাহমুদউল্লাহ আরও বলেন, ‘যদি শুধু জাতীয় দলের কথা চিন্তা করেন তাহলে দেখবেন অনেক দিন ধরে ওরা ক্রিকেট খেলছে। আমরা বেশ কয়েক মাস ধরেই ক্রিকেট খেলছি। তারপরও এক্সট্রা একটা ফোকাস ছিল কারণ সামনে আমাদের ভারত সফর। বড় সিরিজ। ন্যাশনাল প্লেয়াররা এবং অন্য সবাই প্রাণপণ চেষ্টা করছে যেন পারফর্ম করতে পারে এবং তারা নিজেদের নামটা করতে পারে। ’ 

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৯
আরএআর/ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।