ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ক্রিকেট

এবার ছিটকে গেলেন মার্করাম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৯
এবার ছিটকে গেলেন মার্করাম এইডেন মার্করাম: ছবি-সংগৃহীত

এমনিতে স্বস্তিতে নেই দক্ষিণ আফ্রিকা। ভারতের বিপক্ষে তিন ম্যাচ টেস্টে ২-০ ব্যবধানে হেরে সিরিজ খুইয়েছে প্রোটিয়ারা। তার মধ্যে শেষ টেস্ট শুরুর আগে আরেকটি দুঃসংবাদ শুনতে হচ্ছে সফরকারীদের। কেশব মহারাজের পর এবার ছিটকে গেছেন ওপেনার এইডেন মার্করামও।

গত সপ্তাহে পুনে টেস্টে ডান কবজিতে চোট পেয়েছেন মার্করাম। যার কারণে ভারতের মাটিতে সিরিজের শেষ টেস্টে খেলতে পারবেন না ২৫ বছর বয়সী ব্যাটসম্যান।

এর আগে একই ম্যাচের পরপরই চোটের কারণে শেষ টেস্ট হয়ে যায় মহারাজের।

মার্করামের কবজিতে চিড় দেখা দিয়েছে বলে জানান দক্ষিণ আফ্রিকার মেডিকেল টিম। প্রোটিয়াদের ডাক্তার হাসেন্দ্র রামজি বলেন, ‘এসিটি স্ক্যানে দেখা গেছে মার্করামের কবজিতে চিড় দেখা দিয়েছে। যার কারণে মেডিকেল টিম তাকে ভারতের বিপক্ষে পরের ম্যাচে খেলার অনুমতি দেয়নি। ’

দক্ষিণ আফ্রিকার কাছে রিজার্ভ খেলোয়াড় আছে দু’জন। জুবের হামজা ও হেনরিখ ক্লাসেন। অবশ্য দু’জনই মিডল অর্ডার ব্যাটসম্যান। তবে মার্করামের পরিবর্তে ওপেনিং কে করবেন তা এখনো অনিশ্চিত। সম্ভবত সফরকারীরা ওপেনিংয়ে পাঠাতে পারেন টেম্বা বাভুমাকে। নিজের ৩৮টি টেস্টের মধ্যে মাত্র একটিতে ওপেনিং করার অভিজ্ঞতা আছে তার। ঘটনাক্রমে তাও ২০১৫ সালে ভারতের বিপক্ষে, দিল্লিতে।

সিরিজের শেষ টেস্ট শুরু হবে শনিবার (১৯ অক্টোবর) রাঁচিতে।

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৯
ইউবি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।