ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ক্রিকেট

ফলোঅনে পড়ে হারের দ্বারপ্রান্তে দ.আফ্রিকা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৯
ফলোঅনে পড়ে হারের দ্বারপ্রান্তে দ.আফ্রিকা ছবি:সংগৃহীত

তৃতীয় দিন শেষেই পরাজয় অনেকটাই দেখে ফেলেছে দক্ষিণ আফ্রিকা। ভারত সফরে আগেই দুই ম্যাচ হেরে সিরিজ খোয়ানো প্রোটিয়ারা সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের আরেকটি লজ্জার হারের সামনে। প্রথম ইনিংসে ১৬২ রানে গুটিয়ে যাওয়ার পর ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে ৮ উইকেট হারিয়ে ১৩২ রান করেছে। দলটি এখনও ২০৩ রানে পিছিয়ে আছে।

যেখানে ভারত নিজেদের প্রথম ইনিংসে রোহিত শর্মার ডাবল সেঞ্চুরিতে ৯ উইকেট হারিয়ে ৪৯৭ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায়।

সোমবার (২১ অক্টোবর) রাঁচিতে ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ভারতীয় পেসারদের তোপে আরও বাজে অবস্থা হয় সফরকারী দ.আফ্রিকার।

দলের টপঅর্ডার থেকে শুরু করে মিডঅলর্ডারে কেউই বলার মতো স্কোর করতে পারেননি। শেষদিকের ব্যাটসম্যান থিউনিস ডি ব্রুইন ৩০ রানে অপরাজিত আছেন।

মোহাম্মদ শামি ৩টি ও উমেষ যাদব ২টি উইকেট পেয়েছেন। এছাড়া রবীন্দ্র জাদেজা ও রবিচনন্দ্রন অশ্বিন একটি করে উইকেট পান।

এর আগে প্রথম ইনিংসে ২ উইকেট হারিয়ে ৯ রানে তৃতীয় দিন শুরু করা প্রোটিয়ারা ১৬২ রানে গুটিয়ে যায়। দলের হয়ে সর্বোচ্চ ৬২ রান করেন জুবায়ের হামজা। আর ৩৭ রান আসে জর্জ লিনডের ব্যাট থেকে।

যাদব ৩টি ও শামি, শাহবাজ নাদিম, জাদেজা ২টি করে উইকেট ভাগ করেন নেন।

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।