ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ক্রিকেট

ক্রিকেটারদের ধর্মঘটে ‘ষড়যন্ত্র’ দেখছেন পাপন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৯
ক্রিকেটারদের ধর্মঘটে ‘ষড়যন্ত্র’ দেখছেন পাপন সংবাদ সম্মেলনে কথা বলছেন বিসিবি প্রধান/ ছবি: বাংলানিউজ

ক্রিকেটারদের ধর্মঘটে ষড়যন্ত্র দেখছেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। তার ধারণা, দেশের ক্রিকেট ধ্বংস করার জন্যই এসব করা হচ্ছে। এই ষড়যন্ত্রের রহস্য বের করা হবে বলেও জানিয়েছেন তিনি।

ক্রিকেটারদের ১১ দফা দাবির মুখে জরুরি বৈঠক শেষে মঙ্গলবার (২২ অক্টোবর) সংবাদ সম্মেলনে বিসিবি প্রধান বলেন, ‘এসব দাবি তুলে খেলা বন্ধ করবে তা হতে পারে না। ওরা আমাদের না জানিয়ে, আলোচনা না করেই এসব দাবি তুলেছে।

ওরা আমাদের কিছুই জানালো না, কিন্তু মিডিয়াকে জানিয়ে দিল। ওরা জানে ওদের দাবির কথা জানালে আমরা মেনে নেব। এজন্য আমাদের কাছে আসেনি। ওরা আমার ফোন ধরে না, কেটে দেয়। এগুলো সব প্ল্যান। আমরা যেসব কাজ শুরু করেছি সেগুলোই ওরা দাবি করছে। আমি মনে করি ওদের অনেকে জানেই না আসলে আড়ালে কি হচ্ছে। ’

'এখানে যেসব দাবি-দাওয়া আছে, এখানে এমন কিছু নেই যে আমাদের বললে আমরা মানব না। তাহলে বলল না কেন? আইসিসি, এসিসি, বিভিন্ন বোর্ড সবাই আমাকে ফোন করছে। ওরা ভাবছে বাংলাদেশের ক্রিকেটে গণ্ডগোল বেধে গেছে। ওরা (ক্রিকেটাররা) এটাই চেয়েছিল। ওরা সফল হয়েছে। প্রথমে প্রেস কনফারেন্স করল। ওরা দাবি তুলে ধরল। আমাদের সঙ্গে কোনো আলোচনা না করেই এটা করল ওরা। এমন এক সময়ে, যখন কিনা জাতীয় দলের ভারত সফর সামনে। ক্রিকেটের উন্নয়নের জন্য বলছে কিন্তু ওরা আমাদের কাছে আসে নাই। ওরা আমাদের ফোনও ধরে না। '

‘কিন্তু খেলা বন্ধ কেন করবে? ওরা যদি না খেলতে চায় না খেলবে। এসব আসলে পূর্বপরিকল্পিত। আমাদের বিপদে ফেলার জন্য এসব করা হচ্ছে। এটা দেশের বিরুদ্ধে বড় ষড়যন্ত্র। দেশের ক্রিকেটকে নষ্ট করার একটা চেষ্টা চলছে। ভারত সফর বাদ দিলে আইসিসি'র কাছ থেকে চাপ আসবে। সবই পূর্বপরিকল্পিত। এসব করে দেশের ক্রিকেটের কী উন্নতি হলো এটা বুঝতে পারলাম না। ওদের জন্য আমরা সব করেছি। অনেক টাকা খরচ করেছি। কিন্তু দাবি জানানোর আগে একবার জানালো না। '

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।