ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সংবাদ সম্মেলনে আরও ২ দাবি ক্রিকেটারদের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৩ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৯
সংবাদ সম্মেলনে আরও ২ দাবি ক্রিকেটারদের সংবাদ সম্মেলনে আরও দুটি দাবি বাড়ালেন ক্রিকেটাররা-ছবি: শোয়েব মিথুন

মিরপুরে বিসিবি কার্যালয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় না বসে নতুন করে সংবাদ সম্মেলন করেছেন ক্রিকেটাররা। আর গুলশানের এই সংবাদ সম্মেলনে পুরোনো ১১টি দাবির সঙ্গে আরও দুটি দাবি যোগ করেন ক্রিকেটাররা।

এ সময় ক্রিকেটারদের মুখপাত্র হিসেবে সাংবাদিকদের সামনে আসেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান। তিনি জানান বিসিবিকে ক্রিকেটারদের হয়ে তিনি ১৩টি দাবি একটি চিঠি আকারে দিয়েছেন।

 

ব্যারিস্টার মোস্তাফিজুর ১৩টা দাবি সাংবাদিকদের সামনে তুলে ধরেন। নিচে সংক্ষেপে তা দেওয়া হলো। সংবাদ সম্মেলনে ক্রিকেটাররা-ছবি: শোয়েব মিথুন১, ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের বর্তমান সদস্যদের পদত্যাগ করতে হবে। এই সংগঠনের স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে প্রফেশনাল ক্রিকেটার অ্যাসোসিয়েশন নামে আরেকটি সংগঠন প্রতিষ্ঠিত করতে হবে। ক্রিকেটাররা নির্বাচন করেই তাদের ঠিক করবেন। পেশাদার ক্রিকেটারদের স্বার্থ নিয়ে তারা কাজ করবে।

২, ঢাকা প্রিমিয়ার লিগসহ ঢাকার অন্য লিগগুলো আগের অবস্থানে ফিরিয়ে নিতে হবে। প্লেয়াররা যাতে নিজেদের পছন্দে ক্লাব চয়েস করতে পারে। সংবাদ সম্মেলনে ক্রিকেটাররা-ছবি: শোয়েব মিথুন৩, বিপিএল আগামী বছর থেকে আগের নিয়মে নিতে হবে। প্লেয়ার কেনার ক্ষেত্রে। আর বিদেশি ও দেশি ক্রিকেটারদের মধ্যে বৈষম্য দূর করতে হবে।

৪, প্রথম শ্রেণির ক্রিকেটের ম্যাচ ফি ১ লাখ টাকা দিতে হবে এবং পারিশ্রমিক আরও বাড়াতে।

৫, খেলার সুবিধা আরও বাড়াতে হবে। সংবাদ সম্মেলনে ক্রিকেটাররা-ছবি: শোয়েব মিথুন৬, জাতীয় ক্রিকেটের চুক্তিতে খেলোয়াড় সংখ্যা বাড়াতে হবে।

৭, স্টাফ, গ্রাউন্ডসম্যান, কোচিং স্টাফদের বেতন ও সুবিধা বাড়াতে হবে। বিদেশিদের মতো বিবেচনা করতে হবে।

৮, লিস্ট ‘এ’ ক্রিকেট ম্যাচ ও টুর্নামেন্ট বাড়াতে হবে। এছাড়া ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টও বাড়াতে হবে।

৯, ঘরোয়া ক্রিকেটে ক্যালেন্ডার করে তা মেনে খেলতে হবে। সংবাদ সম্মেলনে ক্রিকেটাররা-ছবি: শোয়েব মিথুন১০, খেলোয়াড়দের বকেয়া বেতন পরিশোধ করতে হবে সময় মতো।

১১, দুটির বেশি ফ্র্যাঞ্চাইজিতে খেলতে দিতে হবে।

# নতুন দুটি দাবি

১২, ক্রিকেটের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও ক্রিকেটের আয়ের একটা অংশ ক্রিকেটারদের দিতে হবে।

১৩, নারী ক্রিকেটারদের তাদের ন্যায্য হিস্যা দিতে হবে।

এছাড়া আরও কিছু যোগ করে তিনি বলেন, ‘অনেক কিছু ত্যাগ করে ঝুঁকি নিয়ে ক্রিকেটাররা খেলতে আসে। তবে অনিশ্চয়তার মধ্যে থাকতে হয়। ফলে ক্রিকেটারদের জন্য আলাদা একটা ফান্ড থাকতে হবে। প্রভিডেন্ড ফান্ড থাকতে পারে। ’

আরও পড়ুন...বিসিবিতে অপেক্ষায় পাপন, ক্রিকেটাররা গুলশানে

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।