ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ক্রিকেট

ভারত সফরে ছিটকে গেলেন সাইফউদ্দিন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৬ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৯
ভারত সফরে ছিটকে গেলেন সাইফউদ্দিন ভারত সফরে ছিটকে গেলেন সাইফউদ্দিন-ছবি: শোয়েব মিথুন

আসন্ন ভারত সফরে বাংলাদেশ টি-টোয়েন্টি দল থেকে ছিটকে গেলেন অলরাউন্ডার সাইফউদ্দিন। পিঠের ইনজুরির কারণে তাকে অন্তত দুই মাস মাঠের বাইরে থাকতে হবে। ভারত সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ ক্রিকেট দল।

সাইফউদ্দিনের ইনজুরির ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসক দেবাশিষ চৌধুরী বলেন, ‘গত এক মাসে বেশি সময় ধরে আমরা সাইফউদ্দিনের ব্যাক ইনজুরি নিয়ে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা কিংবা বিদেশে ইউনিভার্সিটিতে যেখানে সুযোগ সুবিধা রয়েছে, সেখানে যোগাযোগ করেছি এবং সব রিপোর্ট সব মতামত আমাদের হাতে এসে পৌঁছেছে।  সেটার ভিত্তিতে আমরা সাইফউদ্দিনকে একটা দিক নির্দেশনা দিয়েছি নির্বাচক ও টিম ম্যানেজমেন্টকেও আমরা একটা পরামর্শ দিয়েছি যে মেডিক্যালের দিক দিয়ে কিভাবে এগুলো তার লংটার্ম রিহ্যাবের জন্য ভালো হবে।

‘তারই ধারাবাহিকতায় বেশ কিছু স্ক্যানিং করিয়েছি ওকে এবং রিপোর্টগুলো ইংল্যান্ডের ওদের ন্যাশনাল এক্সারসাইজ ও স্পোর্টস সেন্টারের সাথে শেয়ার করেছি এবং ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের যে ডাক্তার আছেন তিনিও আমাদের হেল্প করেছেন কারণ ওনার এ বিষয়ে অনেক অভিজ্ঞতা রয়েছে। সব মিলিয়ে আমরা যে সিদ্ধান্তে পৌঁছেছি যে সাউফউদ্দিনকে দীর্ঘ মেয়াদী একটা রেস্টে পাঠাতে হবে এবং এটার দুই থেকে তিন মাস সময় বেধে দিয়েছি আমরা।  এই সময়টার মধ্যে সে কোনো ধরনের বোলিং ও রানিং অ্যাকটিভিটি করতে পারেব না। কিছু দিনের মধ্যে আমরা ওর রিহ্যাব কর্যক্রম শুরু করবো।

বোর্ডের চিকিৎসক দেবাশিষ চৌধুরী-ছবি:শোয়েব মিথুন

৩ নভেম্বর দিল্লিতে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ৭ নভেম্বর রাজকোটে দ্বিতীয়টি আর ১০ নভেম্বরে নাগপুরে হবে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ।

গত ১৭ অক্টোবর ঘোষণা করা বাংলাদেশের টি-টোয়েন্টি দল: সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, নাঈম শেখ, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, আমিনুল ইসলাম বিপ্লব, আরাফাত সানি, সাইফউদ্দিন, আল আমিন হোসেন, মোস্তাফিজুর রহমান ও শফিউল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৯
এমএমএস/আরএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।