শুক্রবার (২৫ অক্টোবর) বিকেল ৪টার দিকে বাংলাদেশ ও শ্রীলঙ্কার টিম ম্যানেজার এবং অধিনায়কের উপস্থিতিতে ট্রফি উন্মোচন করা হয়।
উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান, বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিবি) পরিচালক ও বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব আলামগীর খান আলো, বোর্ডের সিনিয়র এক্সিকিউটিভ জাভেদ ইকবাল তাপস, বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ যুব ক্রিকেট টিমের ম্যানেজার সজল আহমেদ চৌধুরী, অধিনায়ক অমিত হাসান, শ্রীলঙ্কার টিম ম্যানেজার পারভেজ মাহরুফ ও অধিনায়ক নিপুন ধনাঞ্জায়া প্রমুখ।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ যুব টিমের অধিনায়ক নিপুন ধনাঞ্জায়া বলেন, আমরা প্রস্তুত একটি সুন্দর খেলা উপহার দেওয়ার জন্য। বরিশালের চারদিনের ম্যাচের বিষয়ে আমরা আশাবাদী। তবে ম্যাচ মাঠে গড়ানোর বিষয়টি এখন নির্ভর করছে আবহাওয়ার ওপরে।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ যুব দলের অধিনায়ক অমিত হাসান বলেন, বরিশালের মাঠ ভালো। আমাদের টিমও অনেক শক্তিশালী। আমরা আশাবাদী খেলাটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। বরিশালে প্রথমবারের মতো এমন একটি খেলা অনুষ্ঠিত হচ্ছে। যে কারণে আমরাও বরিশালবাসীকে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব।
এদিকে, ম্যাচ মাঠে গড়াতে একদিন বাকি থাকলেও চলমান দিনভর বৃষ্টির কারণে আশঙ্কা দেখা দিয়েছে আয়োজনে। শনিবার সকালের মধ্যে আবহাওয়া পরিস্থিতির উন্নতি না হলে চারদিনের ম্যাচের শুরুতেই বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে।
বিসিবি পরিচালক আলমগীর খান আলো বলেন, আবহাওয়া পরিস্থিতি ভালো থাকলে যথা সময়েই খেলা শুরু হবে। এজন্য সব প্রস্তুতি এরইমধ্যে সম্পন্ন করা হয়েছে। মাঠের আউটডোর, ইন্ডোর এবং সাজসজ্জায় সার্বিক সহযোগিতা করেছে জেলা প্রশাসন ও বরিশাল সিটি করপোরেশন কর্তৃপক্ষ।
তিনি বলেন, শনিবার সকাল ৯টায় এই আন্তর্জাতিক যুব ক্রিকেট ম্যাচের উদ্বোধন করবেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লহ। এরপর সবকিছু ঠিকঠাক থাকলে সকাল সাড়ে ৯টায় খেলা শুরু হবে।
১৯৬৬ সালে স্টেডিয়ামটি প্রতিষ্ঠার পর এই প্রথম কোনো বিদেশি দল এখানে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে বরিশালে এসেছে। এ লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জোড়দার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
এই খেলা দেখায় স্টেডিয়ামে প্রবেশের জন্য কোনো প্রকার প্রবেশমূল্য বা টিকিটের প্রয়োজন হবে না।
বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৯
এমএস/টিএ