ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ক্রিকেট

অনুশীলনে আসেননি সাকিব, যোগ দিয়েও নামেননি তামিম

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৩ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৯
অনুশীলনে আসেননি সাকিব, যোগ দিয়েও নামেননি তামিম

ভারতের বিপক্ষে সিরিজকে সামনে রেখে মিরপুরে অনুশীলন ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ১৩ দফা দাবিতে ডাকা ধর্মঘটের বিষয়টি কর্তাব্যক্তিদের সঙ্গে আলাপের মাধ্যমে সুরাহা হয়ে যাওয়ায় মাঠে ফিরেছেন ক্রিকেটাররা।

আন্দোলন-পরবর্তী ক্রিকেট-কার্যক্রমের প্রথম দিন ছিল শুক্রবার (২৫ অক্টোবর)। এদিন শেরে বাংলা ক্রিকেট একাডেমিতে অনুশীলনে গা গরম করলেন ক্রিকেটাররা।

অনুশীলনে যোগ দেননি তামিম ইকবাল।  ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজতবে অনুশীলন ক্যাম্পের প্রথম দিনে যোগ দেননি টাইগারদের টেস্ট এবং টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান। আর ক্যাম্পে যোগ দিলেও কোনো ধরনের অনুশীলন করেননি ওপেনার তামিম ইকবাল। ক্যাম্পে যোগ দিয়েছেন আরেক বাঁহাতি ওপেনার ইমরুল কায়েস।

অনুশীলন করেন ইমরুল কায়েস ।  ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজজানা গেছে, পারিবারিক কারণে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তামিম নাও খেলতে পারেন। তাছাড়া তার ইনজুরি সমস্যাও রয়েছে। সেজন্যই ক্যাম্পে এলেও অনুশীলন করেননি তিনি। তার বদলি হিসেবে ভারতে যাবেন ইমরুল। এজন্যই প্রস্তুত রাখা হয়েছে ইমরুলকে।

অনুশীলন করেন আল আমিন।  ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজ ইনজুরির কারণে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে বাদ পড়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন।

এদিকে, অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছেন টাইগারদের নতুন স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টোরি। সকালে ঢাকায় পৌঁছে বিশ্রাম নিয়েই অনুশীলনে যোগ দেন এ কিউই লিজেন্ড।

অনুশীলনে নামেন আরাফাত সানিও।  ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজ এছাড়া ছুটি কাটিয়ে অনুশীলনে যোগ দেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো, ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি এবং পেস বোলিং কোচ চার্ল ল্যাঙ্গাভেল্ট।

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৯
আরএআর/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।