ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ক্রিকেট

বিজয়ের ১৯তম সেঞ্চুরিতে প্রথম দিনটি খুলনার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৯
বিজয়ের ১৯তম সেঞ্চুরিতে প্রথম দিনটি খুলনার ছবি:সংগৃহীত

এনামুল হক বিজয়ের প্রথম শ্রেণির ক্যারিয়ারের ১৯তম সেঞ্চুরিতে জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় রাউন্ডে ঢাকা বিভাগের বিপক্ষে প্রথম দিন শেষে ৬ উইকেট হারিয়ে ২৯০ রান করেছে খুলনা বিভাগ। কক্সবাজারের এ ম্যাচে অবশ্য সেঞ্চুরির পর রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন বিজয়।

শনিবার (২৬ অক্টোবর) টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন খুলনা অধিনায়ক আব্দুর রাজ্জাক। তবে শুরুটা ভালো হয়নি তাদের।

দলীয় ১৬ রানে ওপেনার রবিউল ইসলাম রবি ও মেহেদি হাসান সুমন খানের একই ওভারে ফেরত যান।  

কিন্ত তৃতীয় উইকেট জুটিতে ১৬৬ রান তোলেন বিজয় ও তুষার ইমরান। তুষার ৫৫ রানে ফিরে গেলেন। সেঞ্চুরি তুলে নেন বিজয়। ২৪০ বলে ৯টি চার ও ৫টি ছক্কায় ১১২ করে মাঠ ছাড়েন তিনি। দলের হয়ে এছাড়া ৪৫ রান আসে মোহাম্মদ মিঠুনের ব্যাট থেকে।

ঢাকার বোলারদের মধ্যে সুমন ও তাইবুর রহমান দুটি করে উইকেট পান। আর সালাউদ্দিন সাকিল ও জুবায়ের হোসেন একটি করে উইকেট দখল করেন।

এদিকে বরিশাল বিভাগ-ঢাকা মেট্রো ও চট্টগ্রাম বিভাগ-সিলেট বিভাগের মধ্যে তৃতীয় রাউন্ডের প্রথম রাউন্ডের প্রথম দিন বাজে আবহাওয়ার কারণে পরিত্যক্ত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।